শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

কলেজের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশনের সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর ছাত্র ছাত্রীদের রেজিস্ট্রেশন করতে দেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলন ঘিরে ধুন্ধুমার পতিরামের যামিনী মজুমদার কলেজ চত্বর।প্রসঙ্গত উল্লেখ যে পতিরামের যামিনী মজুমদার কলেজটি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন।গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নির্দেশানুসারে পতিরাম যামিনী মজুমদার কলেজের প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলতি মাসের ১৪-ই ফেব্রুয়ারী তারিখে শেষ হয়।
কিন্তু কলেজের প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের রেজিস্ট্রেশন করার সময় পেরিয়ে গেলেও অভিযোগ ছাত্র ছাত্রীদের রেজিস্ট্রেশন করার জন্য কলেজ কর্তৃপক্ষকে চাপ দেয় তৃণমূল ছাত্র পরিষদ। রেজিস্ট্রেশন না করতে পারা প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদেরকে পুনরায় রেজিস্ট্রেশনের করতে দেওয়ার দাবীর পাশাপাশি কলেজের প্রথম বর্ষের রেজিস্ট্রেশন হওয়া ছাত্র ছাত্রীদের তালিকাও কলেজ কর্তৃপক্ষের কাছে দাবী করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।কিন্তু কলেজ কর্তৃপক্ষ সেই তালিকা না দিলে শুক্রবার পতিরাম যামিনী মজুমদার কলেজের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের তালাবদ্ধ করে রাখে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।ঘটনায় কলেজের পঠন পাঠন বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি কলেজের শিক্ষক- অশিক্ষক কর্মী থেকে শুরু করে সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরী হয়।
আরও পড়ুন: জটেশ্বর লীলাবতি কলেজের ওয়েবসাইট হ্যাক
এরপর পতিরাম যামিনী মজুমদার কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা প্রবীর রায় পতিরাম কলেজে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সাথে কথা বললে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আনেন।তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের গুন্ডাগিরির স্টাইলে এই অন্দোলনের প্রভাব এদিন এতটাই ছিল যে ঘটনার পর পতিরাম যামিনী মজুমদার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বরুপ সাহা তৃণমূল ছাত্র পরিষদের ঐ সদস্যদের বিরুদ্ধে সংবাদমাধ্যমের সামনে ঘটনা বিবরন বর্ণনাতেও ছিলেন রীতমত আতঙ্কিত।এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বরুপ সাহা প্রতিবেদককে এই বিষয়ে বলেন আপনারা যা দেখেছেন আমরাও তাই দেখিছি। তবে তিনি জানান কলেজের পরিচালন সমিতির সভাপতি ছাত্র ছাত্রীদের সাথে এই বিষয়ে কথা বলেছেন।
ঘটনার প্রতিক্রিয়ায় এসএফআই-এর দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সম্পাদক সুরজিৎ সরকার বলেন এটা অনৈতিক কাজ। পাশাপাশি তিনি তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন এর আগেও তৃণমূল ছাত্র পরিষদ শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বিরুদ্ধে আন্দোলনের নামে সরাসরি আক্রমণ করেছে, এখনও তারা এই নীতি থেকে বের হতে পারেনি।তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সভাপতি অতনু রায় বিষয়টি পরে জানাবেন বলে জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584