মনিরুল হক,কোচবিহারঃ
সম কাজে সম বেতন সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে কোচবিহারে সম্মেলন করল জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাম্প অপারেটরদের কর্মী সংগঠন নর্দান মেকানিক্যাল ডিভিশন কমিটি।আজ কোচবিহার শহরের পান্থ নিবাস সুকান্ত মঞ্চে ওই সংগঠনের পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এদিন সংগঠনের তরফে প্রবীন পাম্প অপারেটর অখিল পাল পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন।শহীদ বেদীতে মাল্যদান করেন নর্দান মেকানিক্যাল ডিভিশন কমিটির সভাপতি প্রদীপ ঘোষ,সম্পাদক গণেশ নন্দী,ভানু ধর, প্রদীপ তলাপাত্র প্রমুখ।
আরও পড়ুনঃ মহান হতে গিয়ে দলের কাছে মুখ পুড়িয়ে সাংবাদিক সম্মেলনে অনুপম
নর্দান মেকানিক্যাল ডিভিশনের সম্পাদক গণেশ নন্দী বলেন, “সমকাজে সমবেতন দিতে হবে। পাম্প অপারেটরদের মাসিক ১৮ হাজার টাকা বেতন দিতে হবে।জনস্বাস্থ্য কারিগরি দফতরের ঠিকা শ্রমিকদের সরকারী পরিচয়পত্র প্রদান, বিপিএল কার্ড স্বাস্থ্যবিমা ও শিক্ষার যাবতীয় সুবিধার দাবি নিয়ে এদিনের সম্মেলনে আলোচনা করে আন্দোলনের রূপরেখা তৈরি হবে।” পাশাপাশি সমস্ত জায়গায় বিশুদ্ধ পানীয় জল পৌছনোর ব্যবস্থা করা, পিএইচই দপ্তরে শুন্য পদে কর্মী নিয়োগ করা ও রিজার্ভার চালু করার দাবিও তোলা হয় এদিনের সম্মেলনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584