নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
সারা বাংলা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে ১৭ তম জেলা সম্মেলন শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদাতে।দুই দিন ধরে চলবে এই সম্মেলন,মূলত এই সম্মেলনের মধ্য দিয়ে বিভিন্ন দাবি-দাওয়া ও সংগঠনের বিষয়বস্তু আলোচনা করা হবে।
মূলত দাবিগুলো হলো অবিলম্বে পে-কমিশন প্রকাশ করতে হবে, বকেয়া ডিএ দিতে হবে,কেন্দ্রীয় হারে এই ডিএ চালু করতে হবে, রাজ্যের সমস্ত মাদ্রাসার শিক্ষার ও অনুধিকারণ করতে হবে,সমস্ত শূন্য পদে শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগ করতে হবে।
আরও পড়ুনঃ বহরমপুরে জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের শ্রমিক সম্মেলন
এছাড়াও যেসব ছাত্রছাত্রী বিদ্যালয় থেকে ছেড়ে চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে।এই দিন এইসব বিষয়গুলির উপর এই সম্মেলনের মধ্য দিয়ে আলোচনা করা হয়।
এই সম্মেলনে উপস্থিত ছিলেন সারা বাংলা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির রাজ্য সভাপতি সুবল সামন্ত,জেলা সভাপতি সর্বেশ্বর মাইতি সহ এই সংগঠনের অন্যান্য জেলা নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584