কাটমানি ইস্যুতে অভিযুক্ত সিভিক ভলেনটিয়ারদের কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষ

0
44

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

conflict between bjp and tmc | newsfront.co
ষষ্ঠী লোহার (আহত বিজেপি কর্মী)

গোটা রাজ্যে কাটমানি ইস্যুতে তোলপাড় শহর থেকে গ্রাম।সারদা নারদার পর এই নয়া ইস্যু রাজ্যের শাসক দলের ছোটো থেকে মাঝারি নেতাদের নাকে দড়ি দিয়ে ঘোড়াচ্ছে।

এই বার ঘটনা যদিও একটু অন্য রকম।কাটমানি নেওয়ার অভিযোগ কোনো নেতা নয় নাম জড়ালো দুই সিভিক ভল্যান্টিয়ারের।সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানা এলাকার কাপিষ্ঠা গ্রাম পঞ্চায়েতের শুয়াড়া গ্রামে।

হৃদয় মাধব দুবে (তৃণমূল নেতা)নিজস্ব চিত্র

এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তৃণমূল-বিজেপি দুই পক্ষের কমপক্ষে সাত জন গুরুতর আহত হয়। আহতদের অমরকানন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ কাটমানি ফেরতের দাবিতে পোস্টারে নারী সংসর্গের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

সঞ্জয় মন্ডল ( বিজেপি নেতা)নিজস্ব চিত্র

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ,রাজু লাই ও সমরেশ অধূর্য্য নামে এলাকার দুই সিভিক ভলেন্টিয়ার সরকারী প্রকল্পে উপভোক্তাদের কাছ থেকে ‘কাটমানি’ নিয়েছিল।

ভৈরব বাউরী( আহত তৃণমূল কর্মী)নিজস্ব চিত্র

গ্রামবাসীদের চাপের মুখে কাটমানির টাকা তারা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সে টাকা ফেরত পাওয়া যায়নি।সেকারণেই ঐদিন গ্রামে মিটিং ডাকা হয়েছিল। কিন্তু মিটিং এ উপস্থিত হয়ে সেই টাকা দিতে অস্বীকার করে অভিযুক্ত দুই সিভিক ভলেন্টিয়ার।এমনকি তাদের উস্কানিতে বেশ কয়েকজন মদ্যপ দুষ্কৃতী বিজেপি কর্মীদের ব্যাপক মারধর করে বলেও অভিযোগ।

অন্যদিকে বিজেপির করা অভিযোগ অস্বীকার করে তৃণমূলের উল্ট দাবি, বিজেপির লোকেরাই তৃণমূল কর্মীদের উপর আক্রমন করেছে। এমনকি ঐ আক্রমনের হাত থেকে বাড়ির মহিলারাও রেহাই পাননি।

বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হয়ে তাদের চার কর্মী অমরকানন গ্রামীণ হাসপাতালে ভর্তি বলে তাদের দাবি।
ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।বিজেপি ও তৃণমূল উভয়ের পক্ষ থেকে পরস্পরের বিরুদ্ধে দোষারোপ করা হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here