নিজস্ব সংবাদদাতা,পশ্চিন মেদিনীপুরঃ

ফের সংঘর্ষ পশ্চিম মেদিনীপুরে।বৃহস্পতিবার বিকাল থেকেই মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত ছেড়ুয়া গ্রামে বিজেপি তৃণমূল দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

সেই ঘটনার জেরে এলাকায় পুলিশ মোতায়েন ছিল।তা সত্বেও শুক্রবার বেলা এগারোটা থেকে ফের আক্রমনের ঘটনা ঘটে ছেড়ুয়া গ্রামে।তৃণমূলের অভিযোগ- কয়েকশ পাশের গ্রামের থেকে আসা বিজেপির কর্মীরা সশস্ত্র অবস্থায় ছেড়ুয়া গ্রামের তৃণমূলের কার্যালয়ে হামলা করে।


বাধা দিতে এলে পরপর তৃণমূলের কর্মীদের বাড়িগুলিতেও চড়াও হয় বলে অভিযোগ।পাল্টা প্রতিরোধ শুরু হয় তৃণমূলের পক্ষ থেকেও।শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ।গ্রামের সংঘর্ষের পরিস্থিতি দেখে মোতায়ন থাকা বাহিনী আরও ফোর্স নিয়ে হাজির হয় ৷


আরও পড়ুনঃ এবিভিপি-টিএমসিপি সংঘর্ষে উত্তেজনা পালপাড়া কলেজ
সামাল দিয়ে ছেড়ায় গ্রামের সংঘর্ষ স্থলে টিয়ার গ্যাস চালাতে হয়।বেলা একটা পর্যন্ত এই উত্তেজনা চলতে থাকে।স্থানীয় তৃণমূলের কর্মীদের বাড়ি, দলীয় কার্যালয় ,বাইক ভাঙ্গচুরের পরে বোমাবাজিরও অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ৷পুলিশ এলাকায় বাহিনী দিয়ে টিয়ার গ্যাস চালিয়ে সকলকে ছত্রভঙ্গ করেছে ৷
তৃণমূলের কর্মীদের অভিযোগ পুলিশ থাকলেও সক্রিয় ভুমিকা ছিলনা।তাই পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে যদিও গ্রামবাসীদের পুরো ঘটনা অস্বীকার করেছে বিজেপি ৷ বিজেপির জেলা সম্পাদক অরুপ দাস বলেন- তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে এই ঘটনা ঘটেছে ৷ বিজেপির কোনো যোগ নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584