ব্লক সভাপতির পদ ঘিরে কানাইয়া-করিম কোন্দল প্রকাশ্যে

0
63

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

Abdul Karim Chowdhury | newsfront.co
আব্দুল করিম চৌধুরী।নিজস্ব চিত্র

“জাকির একটা সন্ত্রাসবাদী,রব্বানী কিড, কানাইয়া অন্তর্ঘাত করে আমাকে ২০২১ সালে হারাতে পারে,শুভেন্দু আগে নিরপেক্ষ হোক তারপর ওর সাথে কথা বলবো,এরা দলনেত্রীকে অপমান করছে” নিজের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূলের ইসলামপুরের ব্লক সভাপতি থেকে শুরু করে জেলা সভাপতি, মন্ত্রী ও পর্যবেক্ষকের বিরুদ্ধে ব্লক ও টাউন কমিটি গঠন ইস্যুতে তোপ দাগলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী।

গোলাম রব্বানী।নিজস্ব চিত্র

সম্প্রতি উত্তর দিনাজপুরের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ইসলামপুরের ব্লক সভাপতি পদে জাকির হুসেনের নাম ঘোষনা করে তাঁকে পদের দায়িত্বভার সংক্রান্ত এপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন।পাশাপাশি বিধায়ক আব্দুল করিম চৌধুরীও নিজের ছেলে মেহতাব চৌধুরী ওরফে গোরে’র নাম ব্লক সভাপতি পদে ঘোষণা করে সাংবাদিক সম্মেলন করেছেন।

আরও পড়ুনঃ ফালাকাটায় সাংবাদিক সম্মেলন করে দিদিকে বলো কর্মসূচির প্রচার তৃণমূলের

kanai lal agarwal | newsfront.co
কানাইয়ালাল আগারওয়াল।নিজস্ব চিত্র

যা থেকেই ফের আরেকবার কানাইয়া-করিম গোষ্ঠীকোন্দলে ইসলামপুরের তৃণমূল সম্মুখ সমরে।যদিও উত্তর দিনাজপুর তৃণমূলের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত প্রতিমন্ত্রী গোলাম রব্বানী বলেন, বিধায়কের ব্লক কমিটি গঠনের কোনও এক্তিয়ার নেই।

জেলা সভাপতি ব্লক সভাপতির নাম ঘোষণা করেছেন।আবার বিধায়কের পক্ষ থেকেও একটি নাম প্রস্তাবিত হয়েছে।তাই বিষয়টি জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীকে জানানো হয়েছে।এখন উনিই সিদ্ধান্ত নেবেন।তবে এদিন বিধায়ক করিম সাহেব সাংবাদিক সম্মেলন করে বলেন, “আমি বিধায়ক হিসাবে বিধানসভা কমিটির চেয়ারম্যান হিসাবে ব্লক কমিটি করেছি।

সুব্রত বক্সী আমাকে চিঠি দিয়েছে,কি লিগল কি ইললিগল এরা শেখাবে আমাকে।আমি ভেবেছিলাম কানাইয়ার সাথে দূরত্ব মিটে গিয়েছে, কিন্তু দূরত্ব এখনও রয়েছে।কানাইয়াই গন্ডগোল জিইয়ে রাখছে।

আমি ওকে বলতে যাব না জেলা সভাপতি হিসাবে ওকে আসতে হবে আমার কাছে যে কেমন করে কমিটি হবে তা জানতে।

জাকির একটা সন্ত্রাসবাদী,রব্বানী তো আমার সামনে কিড একটা বাচ্চা,কানাইয়া অন্তর্ঘাত করে আমাকে ২০২১ সালে হারাতে পারে,শুভেন্দু আগে নিরপেক্ষ হোক তারপর ওর সাথে কথা বলবো,এরা দলনেত্রীকে অপমান করছে।” জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, “ওনাকে আগে সংগঠনের বিষয় জানা উচিত।

উনি টিকিটটা পাবেন কি না সেটা দেখার বিষয় আছে অন্তর্ঘাতের প্রশ্ন তো পরে।সবাই খারাপ আর উনি ভালো।এই শুভেন্দু অধিকারীই ওনাকে উপনির্বাচনে টিকিট দিয়েছিলেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here