সুদীপ পাল, বর্ধমানঃ
উপ-নির্বাচনে রাজ্যের শাসক দল, তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এই উপলক্ষে আনন্দের সময় একদল বিজেপি কর্মী, তৃণমূল গোষ্ঠীর উপর অত্যাচার চালায় বলে অভিযোগ। শক্তিগড়ের হাটগোবিন্দপুরের এই ঘটনায় যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
বিজেপির মত, এই অশান্তি আসলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। অমিত রায় এবং দীপু রায় নামে দু’জন কর্মী জখম হয়েছে বলে দাবি তৃণমূলের। শক্তিগড় থানায় বেশ কয়েকজনের নামে অভিযোগ জানিয়েছে অমিত। অভিযুক্তরা এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত।
তবে অভিযোগপত্রে রাজনৈতিক অশান্তির কোনও কথা তিনি জানাননি। মাথা ফাটিয়ে প্রাণনাশের চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। তৃণমূলের দাবি বিজেপির লোকজন পরিকল্পনা করে অত্যাচার চালিয়েছে।
আরও পড়ুনঃ ট্রেড লাইসেন্স নিয়ে সরব বিরোধীরা
বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক অভিযোগের তির বিজেপির দিকে তুলেছেন। তাঁর মতে, এলাকায় অশান্তি পাকাচ্ছে বিজেপি।
যদিও বিজেপির যুব নেতা শুভম নিয়োগি বলেন, হাটগোবিন্দপুরে তৃণমূল বিধায়কের সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতির দ্বন্দ্বের ঘটনা প্রকাশ্যে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584