নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ভোটের ফলাফল ঘোষণার পরেই অশান্তি ছড়াল মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরিতে। তৃণমূলের বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।
অভিযোগ উঠেছে বোমাবাজিরও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে র্যাফ ও বিশাল পুলিশবাহিনী। খড়্গপুর-সহ তিন বিধানসভা উপ-নির্বাচনে তৃণমূল জয়লাভের পরেই বিজয় মিছিলের নামে এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ তুলেছে এলাকার বিজেপি কর্মীরা। অভিযোগের তির তৃণমূলের দিকে।
সূত্রের খবর, বিজয় মিছিল করা থেকেই থেমে যায়নি তৃণমূল কর্মীরা। এলাকায় বোমাবাজি, বিজেপি কর্মীদের বন্দুক দেখিয়ে ভয়ও দেখিয়েছে।
আরও পড়ুনঃ উপনির্বাচনের ফল প্রকাশের পরে উত্তপ্ত কোচবিহার
যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতা মুকুল সামন্ত। তাঁর দাবি, এলাকায় উত্তেজনা ছড়াতে গুজব রটাচ্ছে বিজেপি কর্মীরা। বিজেপির লোকেরাই তাঁদের দুই কর্মীকে মারধর করেছে বলে তিনি দাবি করেন।
পরিস্থিতি সামলাতে প্রথমে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ আসে, পরে পুলিশলাইন থেকে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল বাহিনী সঙ্গে র্যাফ। গোটা ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। এলাকায় বসেছে পুলিশ পিকেট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584