হাটে মার্কেট কমপ্লেক্স নির্মানে মাপজোকের সূচনা ফালাকাটায়

0
34

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

অবশেষে প্রায় একসপ্তাহ পর ফালাকাটা হাটের মার্কেট কমপ্লেক্স নির্মাণ নিয়ে জটিলতা কাটল বুধবার বিডিও-র সঙ্গে হাট ব্যাবসায়ীদের বৈঠকে সমাধান সূত্র বের হয়। এরপর আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে হাটের মাপজোকের কাজ শুরু হয়।

the construction in falakata | newsfront.co
মাপজোক। নিজস্ব চিত্র

এদিন ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার জানান, যেটুকু জটিলতা ছিল তা বুধবার হাট ব্যাবসায়ীদের সাথে বৈঠকে তা মিটে গেছে ।

supradip mazundar | newsfront.co
সুপ্রতীক মজুমদার, বিডিও ফালাকাটা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ডেঙ্গি রুখতে কামান দাগলেন কাউন্সিলর

বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে হাটের মাপজোকের কাজ শুরু হয়।মোট তিনটি টিম মাপজোক করছে । সন্ধ্যা ৬ টার মধ্যে সমস্ত মাপজোক প্রক্রিয়া শেষ হবে বলে জানান বিডিও। এদিন ডিএলআরও, আমি ও আমার অফিস, বিএলআরও, দুজন রেভিনিউ অফিসার, দুজন রেভিনিউ ইন্সপেক্টর, দুজন আমিন , ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন ।

জানা গেছে, মাপজোকের সকল পক্রিয়া ভিডিও গ্রাফি করে রেকোডিন করে রাখা হচ্ছে । উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় গড়ে উঠবে এই প্রকল্প । সমস্ত ব্যাবসায়ীরা বর্তমান তাদের ব্যাবসা ক্ষেত্রে গ্রাউন্ড ফ্লোরেই তাদের জায়গা সুনিশ্চিত করা হয় ।

নতুন কমপ্লেক্সে থাকবে অগ্নিনির্বাপক ব্যাবস্থা, নিকাশি ব্যাবস্থা থাকবে, ব্যাবসায়ী ও ক্রেতাদের জন্য থাকবে শৌচাগার ব্যাবস্থা প্রভৃতি । ফলাকাটা হাটে নতুন রূপে সুপার মার্কেট কমপ্লেক্স তৈরির মাপজোক শুরু হওয়ায় খুশির হওয়া সব মহলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here