সবচেয়ে বিতর্কিত নির্বাচনের ফল প্রকাশ,তাকিয়ে দেশ

0
69

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

আগামীকাল দেশের সপ্তদশ তম সাধারণ নির্বাচনের ফলাফল।গোটা দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে মানুষের কৌতুহল।তবে এবারের নির্বাচন টা এর আগে যে ১৬ টা নির্বাচন হয়ে গেছে তার থেকে একেবারেই ভিন্ন রকম ছিল বলে মতামত বিশেষজ্ঞদের একাংশের।বিজেপি কংগ্রেস সেই সাথে দেশের অন্যতম প্রধান আঞ্চলিক দল গুলি তুমুল লড়াই এর সাথে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

ভোটের ঠিক আগেই ১৪ ই ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গী হামলার জেরে শহীদ হয়েছিলেন ৪৪ জন সেনা জওয়ান।বিরোধীরা বারবার বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে পুলওয়ামা হামলায় শহীদ হওয়া জাওয়ানদের নিয়ে ভোট প্রচারে নেমেছে বিজেপি।এদিকে বিজেপির শীর্ষ নেতৃত্ব তাদের বিভিন্ন বক্তব্যে পুলওয়ামাকে কেন্দ্র করে পাকিস্তানি ইস্যুকে খাড়া করে ভোট চেয়েছেন বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন দেশের প্রধান বিরোধী দলগুলি প্রতিনিধিরা।

একইভাবে দেশের বিভিন্ন সংবাদ সংস্থা গুলি যখন বুথ ফেরত সমীক্ষায় দেখাচ্ছে বিজেপি পুনর্বার ক্ষমতায় আসতে চলেছে।তখন বিরোধীরা এ বছরের নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই যে অভিযোগ তুলে আসছিল সেই অভিযোগে অব্যাহত থেকে ইভিএম কারচুপির প্রসঙ্গ সামনে রাখছে।তাদের দাবি বিজেপি যদি নির্বাচনে জিতে ক্ষমতায় আসে তাহলে সেটা ইভিএম কারচুপির জেরেই সম্ভব।সেজন্য দেশের বিভিন্ন প্রান্তে বিরোধী নেতাকর্মীরা ইভিএম পাহারা দিতে নেমেছে।

একইভাবে এবারের ভোটে কংগ্রেস যখন বিজেপির রাফাল দূর্নীতি,নোট বন্দির ব্যর্থতা , গোরক্ষকদের তাণ্ডব প্রাণহানি,তীব্র বেকারত্ব , প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বিপুল বাজেটের বিদেশ ভ্রমণ প্রভৃতি বিষয়কে ভোট প্রচারে হাতিয়ার করেছে,তখন বিজেপি বারবার কংগ্রেসের পরিবার তন্ত্র রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছে।পাশাপাশি দেশের নিরাপত্তার ক্ষেত্রে স্থল জল ও বায়ু সেনা বাহিনীকে মজবুত করার ক্ষেত্রে বিজেপি সরকারের সাথে কংগ্রেস সরকারের তুলনামূলক প্রসঙ্গ তুলে প্রচারে ফায়দা উঠিয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত ।

তবে আগামীকাল দেশের ফলাফল যাই হোক, ফলাফল পরবর্তী আনন্দ উৎসব এর সাথে অশান্তির কালো অন্ধকার দেখছেন বিভিন্ন বিশেষজ্ঞরা। তাদের মত রাজনৈতিক ফলাফল পরবর্তী ক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্তে টুকরো হিংসা ছড়াতে পারে এবং তার জেরে বৃহৎ ঝামেলা অশান্তি সৃষ্টি হতে পারে।তাই দেশের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতি তাদের আবেদন ফলাফল যাই হোক আনন্দ সাথে রেখে হিংসা দূরে রাখুন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here