পানাগড় সেনাছাউনির জমি ঘেরা নিয়ে বিবাদ

0
79

সুদীপ পাল,বর্ধমানঃ

The Controversy about the army land
নিজস্ব চিত্র

পানাগড় সেনাছাউনির সেনার জমি ঘেরাকে নিয়ে চাঞ্চল্য ছড়াল।কোটা পঞ্চায়েতের রঘুনাথপুরের ঘটনা।গ্রামের বাসিন্দারা একজোট হয়ে বাধা দেয় জমি ঘেরার কাজে।জমি ঘেরার ফলে কবরস্থান যাওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে। গ্রামবাসীদের বক্তব্য, কবরস্থানের পরচা রয়েছে তাঁদের কাছে।তাই এই জমি কোনভাবেই সেনাবাহিনীর জমির মধ্যে পড়ে না।

আরও পড়ুনঃ দুই শিক্ষকের বিবাদে বন্ধ স্কুল

তবু কেন সেনারা জমি ঘিরে নিচ্ছেন তা নিয়ে প্রশ্ন উঠছে।আউশগ্রাম ২ ব্লকের তৃণমূল ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষ আলোচনা করে এবং নোটিশ দিয়ে জমি অধিগ্রহণ করার কাজ করা উচিত বলে মনে করেন। গ্রামবাসীরা বলছেন, আলোচনা করে সমস্যা মেটানো হোক।যদিও যে উচ্চপদস্থ সেনাকর্তা এলাকায় এসে ছবি তুলছিলেন তিনি আশ্বাস দেন,কারো কোন ক্ষতি হবে এমন কাজ সেনা করে না।তবে বাসিন্দারা একজোট হয়ে বাধা দেয় জমি ঘেরার কাজে বাধা দিলে বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here