ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে অনিবার্য কারনে পিছিয়ে গেল সমাবর্তন

0
56

সুদীপ পাল,বর্ধমানঃ

The convocation has been delayed due to inevitable reasons
ছবিঃপ্রতিবেদক

পিছিয়ে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বিষয়টিকে গিয়ে রীতিমতো ক্ষোভ ছড়িয়েছে পড়ুয়া থেকে সংশ্লিষ্ট সকলের। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে রেজিস্ট্রার তোফাজ্জেল হোসেন জানিয়েছেন, অনিবার্য কারণে সমাবর্তন পিছিয়ে যাচ্ছে। আচমকা এই সিদ্ধান্ত ঘিরে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। পরীক্ষার ফল নিয়ে গোলমাল থাকায় কারা কারা স্বর্ণপদক পাবেন, তার তালিকা সঠিক ভাবে তুলে ধরতে পারেনি পরীক্ষা নিয়ামক দফতর। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মেধা তালিকা প্রকাশ না করে যদি স্বর্ণপদক দিয়ে দেওয়া হয় তা ঠিক হবে না।

আরও পড়ুন: এস এফ আই এর বিক্ষোভ ডেপুটেশন

২০১৭ সালে সমাবর্তন উৎসবে এই সমস্যা দেখা দিয়ে গিয়েছিল এবং সেই সময় তিনজনকে স্বর্ণপদক দেওয়ার কথা হলেও চিত শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বদল করা হয়। সমাবর্তন পিছিয়ে যাচ্ছে বলে অনেকেই ক্ষুব্ধ। তাঁদের মধ্যে রয়েছেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গবেষণারত পড়ুয়ারা। তাঁরা বলছেন এমনিতেই ছুটি পাওয়া যায় না অনেক দিন আগে থেকে এই ছুটি মঞ্জুর করা হয়েছিল। সমাবর্তন পিছিয়ে যাওয়ায় আর আসা হবে কি না তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। উপাচার্য নিমাই সাহা বলছেন, “রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যের ব্যস্ততার জন্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here