তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
আর অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ রাত পোহালেই। উত্তরবঙ্গের যে ক’টি নজরকাড়া কেন্দ্র রয়েছে লোকসভা নির্বাচনে,তারমধ্যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র অন্যতম।এবার এখানে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে রাজনৈতিক লড়াইয়ে।গত একমাস ধরে চূড়ান্ত উৎকণ্ঠার মধ্যে থেকে আগামীকাল সেই দিন অবশেষে চলে এসেছে, কে শেষ হাসি হাঁসবে শেষ পর্যন্ত।গত একমাস ধরে স্ট্রং রুম গুলোতে কড়া নিরাপত্তার মধ্যে ইভিএম মেশিন গুলো রয়েছে।
তবে সময় যত গড়াচ্ছে নিরাপত্তা বেষ্টনীও তত বেড়ে যাচ্ছে। একদিকে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী অপরদিকে রাজ্য সরকারের পুলিশ রয়েছে সেখানে।এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে গণনার জন্য দুটি কেন্দ্র করা হয়েছে একটিতে রায়গঞ্জ হেমতাবাদ, করণদিঘি,এবং কালিয়াগঞ্জ বিধানসভার গণনা হবে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে। তেমনই ইসলামপুর কলেজে গণনা হবে গোয়াল পুকুর, চাকুলিয়া ও ইসলামপুর বিধানসভার।
আরও পড়ুনঃ গণনা ঘিরে অশান্তি এড়াতে কঠোর নিরাপত্তা জেলাজুড়ে
এবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মোট ১২ লক্ষ ৭২ হাজার ৭৮৬ জন ভোটার মোট ১৪ জন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে।এবার যে সমস্ত হেভিওয়েট প্রার্থীরা এই কেন্দ্রে লড়াই করছেন তারমধ্যে তৃণমূল কংগ্রেসের কানাইলাল আগরওয়াল, কংগ্রেসের দীপা দাশমুন্সি, বিজেপি দেবশ্রী চৌধুরী, এবং সিপিএমের মোহাম্মদ সেলিম এর উপর সকলের নজর রয়েছে। প্রত্যেকেই জয়ের ব্যাপারে আশাবাদী হলেও আসল ফলের জন্য আগামীকাল পর্যন্ত সকলকে অপেক্ষা করে থাকতেই হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584