শিবশংকর চ্যাটার্জী,দক্ষিন দিনাজপুরঃ
দুষ্কৃতিদের দ্বারা ঘেরাও হন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের।অল্পের জন্য রক্ষা পান প্রার্থী সুকান্ত।তবে রক্ষা পায়নি তাঁর গাড়িচালক।ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার ইটাহার থানার শ্যামাপল্লী এলাকায়।অভিযোগের তীর তৃণমূলের দিকে।ঘটনাস্থালে পুলিশ এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।তবে একজনকে আটক করা হয়েছে।অভিযোগ গতকাল প্রচার সেরে রাতে শ্যামাপল্লী এলাকার জয়কালীবাড়িতে এক কর্মীর বাড়িতে থাকার কথা ছিল সুকান্তর।
ওই এলাকায় পৌঁছাতেই কয়েকজন তাঁর গাড়ি থামিয়ে ভয় দেখায়।সুকান্তকে সরিয়ে নিয়ে যান কর্মীরা।তবে,তাঁর গাড়িতেই ছিলেন চালক রিঙ্কু বর্মণ।রিঙ্কু গাড়ির বাইরে এলে তাঁকে বেধড়ক মারধর করা হয়।ছিঁড়ে দেওয়া হয় জামা।কেড়ে নেওয়া হয় মোবাইল ও নগদ টাকা।পরে খবর পেয়ে ঘটনাস্থালে আসে পুলিশ।পালিয়ে যায় দুষ্কৃতীরা।
আরও পড়ুনঃ বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা
এবিষয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, ‘দলীয় কর্মী জ্যোতিষ সরকারের বাড়িতে থাকার কথা ছিল।ওঁর বাড়ির কাছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের ঘিরে ধরে।আমাকে একটা বাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে গেলেও আমার গাড়ির চালক আটকে যায়।তখন ওরা বলে,মজুমদার এখানে এসেছে।কেন আসবে?আমার গাড়ির চালককে বলে চল মাঠের ওপারে,তোকে গুলি করব।পুলিশ এসে তাকে উদ্ধার করে।এর পিছনে অনেক বড় মাথা আছে।কারণ আমাদের সম্পর্কে সব তথ্য তাদের কাছে ছিল।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584