সুদীপ পাল,বর্ধমানঃ
দুর্গাপুরের সিটি সেন্টারের সিপিএমের দলীয় কার্যালয়ে এসে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের সিপিএম প্রার্থী আভাস রায়চৌধুরী বললেন, দেশের ক্ষেত্রে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার আর বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার সমান বিপদজনক। তাঁর কথায়, ‘তৃণমূল ও বিজেপি আলাদা কিছু নয়। মানুষের ক্ষতি চায় দুটি দলই। তাই দুটি দলকেই সরাতে হবে।’
শিল্প এবং কৃষি এই লোকসভা কেন্দ্রের অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। কিন্তু দুটি ক্ষেত্রেই রয়েছে ব্যাপক সমস্যা বলে অভিযোগ করেন তিনি। আভাসবাবু বলেন, ‘আমরা এএসপি, ডিএসপি কারখানা বাঁচানোর লড়াই করছি। দুর্গাপুরের এএসপি কারখানা বাঁচানোর লড়াই করে আপাতত টিকিয়ে রাখতে পেরেছি। জানি না এএসপির ভবিষ্যৎ কী! তবে এএসপি বাঁচলে ডিএসপি বাঁচবে।
আরও পড়ুনঃ তৃণমূল প্রার্থীর সমর্থনে লেখা দেওয়ালে গোবর লেপে দেওয়ার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে
এমএএমসি সহ সমস্ত বন্ধ কলকারখানা খোলার দাবি নিয়ে আমরা লড়ছি।’ তাঁর অভিযোগ, নতুন শিল্প-কারখানা গড়ে ওঠেনি উল্টে গত বছরে বহু বেসরকারি কারখানা বন্ধ হয়ে গেছে। একই সাথে তিনি নিশানা করেন কেন্দ্রীয় সরকারকেও। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় সরকারের নোটবন্দি জিএসটি এগুলির ফলে মানুষ কাজ হারিয়েছেন।
আভাসবাবুর বক্তব্যকে পাত্তা দিতে রাজি নন বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের জেলা কার্যকারী সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, গোটা রাজ্যের সাথে জেলাতেও উন্নয়ন হয়েছে। বিজেপির কর্মীদের বক্তব্য, সিপিএম মিথ্যা প্রচার করছে। কেন্দ্রীয় সরকারের আমলে দেশের সবথেকে উন্নতি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584