সিপিআই(এম) কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা পাথরপ্রতিমায়

0
147

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

the cpim leader dead body rescue
মৃতের পরিচয়পত্র।নিজস্ব চিত্র

ভোটের মুখে পাথরপ্রতিমা গ্রামপঞ্চায়েত এলাকায় প্রাক্তন সিপিএম সদস্য অজয় মন্ডলের মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়।

the cpim leader dead body rescue
উদ্ধার হওয়া মৃতদেহ।নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা যায়, পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা অজয় কুমার মন্ডল সক্রিয় বামফ্রন্ট সদস্য। দু’বারের বামফ্রন্টের পক্ষ থেকে নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন তিনি।গত পঞ্চায়েত নির্বাচনের পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়ে লড়াই করে পরাজিত হন।

আরও পড়ুনঃ অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার শিলিগুড়িতে

the cpim leader dead body rescue
নন্দিতা মন্ডল,মৃতের স্ত্রী।নিজস্ব চিত্র
the cpim leader dead body rescue
সঞ্জয় কুমার নায়েক,প্রধান, পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েত।নিজস্ব চিত্র

সেই সময় মনোনয়ন তুলতে গিয়ে দুষ্কৃতিদের হাতে চারদিনের জন্য কিডন্যাপও হন তিনি।চারদিন পরে রক্তাক্ত অবস্থায় রামগঙ্গা বিডিও অফিসে পড়ে থাকতে দেখা যায়।তখনই থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল,রাজ্যের শাসক দলের কর্মীদের বিরুদ্ধে।এমনকি তার সঙ্গে থাকা মোটর বাইকটি এখনও নিখোঁজ।

the cpim leader dead body rescue
সহদেব মন্ডল,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র
the cpim leader dead body rescue
যজ্ঞেশ্বর দাস,প্রাক্তন বিধায়ক।নিজস্ব চিত্র

দলীয় সূত্রে জানা যায় গতকাল লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বামফ্রন্টের কর্মী সম্মেলন ছিল পাথরপ্রতিমার ভাগবতপুর এলাকায। সম্মেলন শেষে সেখান থেকে মৃত অশোক মন্ডল বাড়িতে ফেরেন রাত্রি নয়টা নাগাদ।

the cpim leader dead body rescue
দলীয় বিক্ষোভ।নিজস্ব চিত্র
the cpim leader dead body rescue
শোকস্তব্ধ পরিবার।নিজস্ব চিত্র

তারপর বাড়ির পাশে একটি জল নিকাশিতে জাল ফেলতে চলে যায়,রাত বারোটা পর্যন্ত বাড়িতে আসছে না দেখে বাড়ির লোকেরা খোঁজাখুঁজি শুরু করে কিন্তু কোথাও দেখতে পাওয়া যায় নি।
ভোর তিনটের সময় হঠাৎ তাদের চোখে পড়ে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে এক হাঁটু জলের মধ্যে পড়ে রয়েছে তার মৃতদেহ।

আত্মীয়রা মৃতদেহটি তুলে দেখে মুখ এবং কাঁধে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।মুখ ঘাড় দিয়ে রক্ত পরছে।যদিও কেউ কেউ দাবি করছেন স্ট্রোকে মারা যেতে পারে।এলাকার মানুষের প্রশ্ন যদি স্ট্রোকে মারা যায় তবে হাতে জাল নেই কেন?

জানা যায় যে,আগামী লোকসভা নির্বাচনের পাথরপ্রতিমা ব্লকের আহ্বায়ক ছিলেন মৃত অজয় মণ্ডল।দোষীদের শাস্তির দাবিতে প্রাক্তন বিধায়ক যজ্ঞেশ্বর দাশের নেতৃত্বে শতাধিক বামপন্থী সমর্থকরা থানার সামনে বিক্ষোভ দেখায়।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপে পাঠিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here