সুদীপ পাল, বর্ধমানঃ
জটিল অস্ত্রোপচার করে মালদহের এক মহিলাকে নতুন জীবন দিল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। রক্তজালিকা থেকে টিউমার বের করা হয় ওই মহিলার। এই ধরনের জটিল অস্ত্রোপচার আগে এখানে হয়নি বলেই মনে করছেন চিকিৎসকেরা।
মালদহের ২৩ বছরের যুবতীর গলা ও ঘাড়ের মাঝে একটি টিউমার হয়েছিল। টিউমারের ওজন ছিল প্রায় এক কেজি। রক্তজালিকায় টিউমার অত্যন্ত মারাত্মক আকার ধারণ করে। মালদহের স্থানীয় হাসপাতালগুলিতে চিকিৎসা করিয়ে কোনই লাভ হয়নি ওই যুবতীর।
ঝুঁকি থাকায় অস্ত্রোপচারে রাজি হয়নি কোনও হাসপাতাল। এদিকে অস্ত্রোপচার করতে দেরি হওয়ায় ধীরে ধীরে টিউমারের আকার বাড়ছিল। অবশেষে মালদহ থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় ওই যুবতীকে। সমস্ত কিছু পরীক্ষার পরে অস্ত্রোপচারের ঝুঁকি নেন চিকিৎসকেরা। ইএনটি বিভাগের প্রধান ঋতম রায় জানান, বর্ধমান মেডিকেল আগে এ ধরনের জটিল অস্ত্রোপচার হয়নি।
আরও পড়ুনঃ অস্ত্রোপচারে যুবতীর পেটে থেকে মিলল কয়েন থেকে সোনার গহনা
অস্ত্রোপচার করতে গিয়ে দেখা যায় মহিলার হিমোগ্লোবিনের পরিমাণ খুবই কম। এই অবস্থায় অস্ত্রোপচার করা প্রায় অসম্ভব ছিল। তাই প্রায় ছ’বোতল রক্ত দিয়ে হিমোগ্লোবিনের পরিমাণ কিছুটা বাড়িয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। ঋতমবাবু ছাড়া আরও চারজন চিকিৎসক, দুইজন অ্যানাস্থেটিস্টকে নিয়ে চিকিৎসা শুরু হয়।
অস্ত্রোপচারের পর রোগীর অবস্থা এখন স্থিতিশীল। নতুন জীবন পাওয়ায় রোগীর পরিবার ধন্যবাদ জানিয়েছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের। এ ধরনের জটিল অস্ত্রোপচার প্রশংসাযোগ্য বলে মন্তব্য করেন হাসপাতালের ডেপুটি সুপার অমিতাভ সাহা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584