নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
শনিবার ছিল মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা। এই দিনটিতে সমস্ত বাঙালিরা সর্বত্র পূর্বপুরুষদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে তর্পন করে বর্তমান বংশধরেরা। কথিত আছে এই দিনে তর্পণ এর মধ্য দিয়ে সমস্ত পূর্বপুরুষদের জল দান করা হয়।
আরও পড়ুনঃ দেবী পক্ষের সূচনা, পশ্চিম মেদিনীপুর- ঝাড়গ্রামের বিভিন্ন ঘাটে তর্পণের ভিড়
এদিন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রূপনারায়ন নদের তীরে আয়োজন করা হয় তর্পনের ব্যবস্থাপনা। এদিন কোলাঘাটের দেনান কুম্ভেশ্বরী ঘাটে বহু মানুষজন আসেন তর্পন করতে।
ভোর থেকে মানুষজন আসেন রূপনারায়নের তীরে। এছাড়া কোলাঘাটের গৌরাঙ্গঘাটেও বহু মানুষ তর্পনের উদ্দেশ্যে আসেন। যেহেতু দক্ষিণবঙ্গের নিম্নচাপের জেরে সমস্ত নদীর উত্তাল হয়ে পড়েছে সেইমতো প্রশাসনের তরফ থেকেও ছিল বাড়তি নজরদারি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584