নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফালাকাটা শীতলা বাড়ি প্রাঙ্গণে চলছে বাসন্তী পূজা ।এই পূজাকে কেন্দ্র করে শনিবার ফালাকাটা মহাকাল বাড়ির স্নানের ঘাটে সাত সকালেই থেকে বিভিন্ন জায়গা থেকে আশা ভক্তদের ভিড় চোখে পড়বার মত।এই বাসন্তী পূজা ফালাকাটার একটি ঐতিহ্যবাহী পূজা,এই পূজা এবার ৫৫ তম পূজা।
এই পূজাকে কেন্দ্র করে ফালাকাটা মহাকাল বাড়ি স্নানের ঘাটে মহিলা ও পুরুষদের ও স্নানের ঘাটে স্নান করতে দেখা যায়।সংশ্লিষ্ট পূজা কমিটির সম্পাদক গদাই দে জানান,”ফালাকাটার এই বাসন্তী পূজা এটি একটি ঐতিহ্যবাহী পূজা এটা তাদের অন্যতম পূজা এই পূজাকে কেন্দ্র করে ফালাকাটা শীতলা বাড়ি প্রাঙ্গণে চলবে ৫ দিন ব্যাপী বাসন্তী পূজা উৎসব।
” এই পূজা কে কেন্দ্র করে এখানে বিভিন্ন রকমারি জিনিসপত্র ও বাচ্চাদের খেলনা দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসের দোকান পাঠ বসবে।
আরও পড়ুনঃ কুন্ডু বাড়ির প্রাচীন বাসন্তী পুজো ঘিরে উদ্দীপনা
ফালাকাটা এই বাসন্তী পূজা বহুদিন থেকেই করে আসছে ফালাকাটার বাসন্তী পূজা কমিটি।অষ্টমীর আগের দিন সন্ধ্যা বেলা থেকেই ফালাকাটা শীতলা বাড়ি প্রাঙ্গণে ভক্তদের আবির্ভাব ঘটে।আর এই পূজাকে কেন্দ্র করেই অষ্টমীর সাতসকালেই মহাকাল বাড়ির স্নানের ঘাটে ভক্তদের স্নান করতে দেখা যায় এখানে শুধু ফালাকাটা থেকেই ভক্তরা আসেননি,ফালাকাটার বাইরে বিভিন্ন প্রান্তের ভক্তরা এই মহাকাল বাড়ি স্নানের ঘাটে স্নান করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584