নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দাশপুরে সিপিআইএমের বুকস্টলে প্রতিদিনই ভীড় জমাচ্ছেন উৎসুক মানুষ।পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এলাকায় কোজাগরী লক্ষ্মীপূজা শারদ উৎসবের আনন্দ বয়ে আনে।দুর্গাপূজার মতো বড় বড় সুসজ্জিত মন্ডপ এবং তাকে কেন্দ্র করে দাসপুরের বিভিন্ন এলাকায় পাঁচ-ছদিন ধরে চলে মেলা,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আকর্ষণীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।দাসপুরের সোনামুই,খুকুড়দহ,সাগরপুর সহ একাধিক স্থানে এ ধরনের উৎসব হয়ে থাকে এবং মেলা বসে।
আর এই উৎসবের সময় বিগত বছর গুলোর সাথে তাল মিলিয়ে শারদোৎসবের মতোই সিপিআইএম দলের উদ্যোগে এবারও বিভিন্ন জায়গায় মার্কসীয় সাহিত্য ও পত্র পত্রিকার স্টল দেওয়ায় হয়েছে। বুধবার দিন থেকে চালু হওয়া এই স্টলগুলি চার-পাঁচদিন ধরে চালু থাকবে।বুধবার সোনামুইতে এইধরণের একটি বুক স্টলের উদ্বোধন করেন অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী।উপস্থিত ছিলেন সোনাখালী এরিয়া কমিটির সম্পাদক অজিত বুড়াই সহ দলের অন্যান্য নেতৃত্ব।অধ্যাপক চক্রবর্তী বলেন,” সমাজে শোষণ ও বৈষম্যের ব্যবস্থা মানুষেরই সৃষ্ঠি।এই ব্যবস্থা থেকে মুক্তি দিশা দেয় মার্কসীয় দর্শন।আর তার মানসিক ভিত্তিভূমি গড়ে উঠে মার্কসীয় প্রগতিশীল পুস্তক পাঠের মধ্য দিয়ে।” ইতিমধ্যে বুকস্টল গুলোতে অনেকে ভীড় জমিয়েছেন এবং বই কিনেছেন।পাশাপাশি স্টলগুলোতে এলাকার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দলের পক্ষ থেকে পোস্টারিং করা হয়েছে।
আরও পড়ুনঃ মাদারিহাটে চলছে ছট পূজার প্রস্তুতি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584