শারদোৎসবের আনন্দে সাংস্কৃতিক অনুষ্ঠান দাঁতনে

0
180

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

“শরতের আগমনে, বর্ষার বিদায় বেলায়..”
২-রা অক্টোবর গান্ধিজী-র জন্মদিন ও শারদ উৎসবকে সাথে নিয়ে দাঁতনের, “দাঁতন শিশু শিক্ষা মর্ডান নার্সারী স্কুল” আযোজন করলো “বাৎসরীক অনুষ্ঠান ২০১৯”।

cultural program in durga puja | newsfront.co
নিজস্ব চিত্র

স্কুলের ছোট ছোট ছাত্র-ছাত্রী নিয়ে শুরু হয় অনুষ্ঠান। এ দিন অনুষ্ঠানের শুরু-তে “দাঁতন শিশু শিক্ষা মর্ডান নার্সারী স্কুল”-এর পক্ষ থেকে দাঁতনের অবসর প্রাপ্ত প্রবীন শিক্ষক মহাশয়-দের সম্মান জানানো হয়।

এবং দাঁতনের এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মান ও শুভেচ্ছা জানানো হয়।সাথে থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও গান্ধিজী কে নিয়ে আলোচনা।

নিজস্ব চিত্র

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় ছোট ছোট ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠান। রবীন্দ্রনাথ থেকে নজরুল ছুঁয়ে নাচ,গান,আবৃত্তি-তে ভরে ওঠে এদিনের অনুষ্ঠান। এবং থাকে মূকাভিনয়।

নিজস্ব চিত্র

বর্তমানে জলের বড্ড অভাব সাথে আমরা প্রায় গাছ কেটে ফেলছি। তাই এই স্কুলের ছোট ছাত্র-ছাত্রীরা মূকাভিনয়ের মধ্য দিয়ে সকল-কে বার্তা দিলো “চলুন আমরা জল সঞ্চয় করি,গাছ না কেটে আরও বেশি করে গাছ লাগাই”। এরপরেই শুরু হয় অনুষ্ঠানে শারদ বন্দনা।

আরও পড়ুনঃ বহরমপুরে জোড়া পুকুর আবাসনে মহিলাদের উদ্যোগে পুজোর সূচনা

নিজস্ব চিত্র

দূর্গা ঠাকুর, লক্ষ্মী,গনেশ সেজে সকলে একে একে নৃত্য পরিবেশন করে। এমনভাবেই ছোটদের নিয়ে এদিন অনুষ্ঠান করে ‘ দাঁতন শিশু শিক্ষা মর্ডান নার্সারী স্কুল ‘।

স্কুলের প্রধান শিক্ষীকা পূর্ণিমা মহান্তীর কথায়-“ছোট ছোট ছাত্র-ছাত্রীদের পড়াশুনোর মাঝেই সাস্কৃতিক মন গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই অনুষ্ঠান”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here