অমিল রান্নার গ্যাস, সামাধানের আশায় মহকুমা শাসকের দ্বারস্থ গ্রাহকরা

0
43

নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ

রান্নার গ্যাসের সমস্যা নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হলো সাধারণ গ্রাহকদের পাশাপাশি দিনহাটা জনজাগরণ মঞ্চ। আজ সকাল ১১ টা নাগাদ দিনহাটা জনজাগরণ মঞ্চের সম্পাদক হিটলার দাস সহ সাধারণ গ্রাহকরা রান্নার গ্যাস না পেয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা মহকুমা শাসকের সামনে তুলে ধরেন।

customer facing gas cylinder problem | newsfront.co
সমাধানের চেয়ে দ্বারস্থ মহকুমা শাসকের। নিজস্ব চিত্র

সাধারণ গ্রাহকদের অভিযোগ, বেশ কিছুদিন যাবৎ দিনহাটা মহকুমা জুড়ে গ্যাসের সমস্যা চলছে, আজ সকালে গ্যাসের অফিসের সামনে একটি বোর্ড ঝুলিয়ে দেওয়া হয় যাতে লেখা ছিল গ্যাসের গাড়ি না আসায় অফিস বন্ধ থাকবে।

সেখানে দোকানের মালিক বরুণ সরকার ও অরুণ সরকারের ফোন নম্বর দেওয়া ছিল। অফিস বন্ধ দেখে সকলে ফোন করতে শুরু করলে নম্বরগুলি সুইচ বন্ধ গ্রাহকেরা। আর এতেই ক্ষোভ জন্মেছে রান্নার গ্যাসের গ্রাহকদের মধ্যে। তাদের আরও অভিযোগ একাউন্টে গ্যাসের টাকার বর্ধিত অংশ সঠিকভাবে ঢুকছে না । আর ততেই হয়রানির শিকার হতে হচ্ছে গ্রাহকদের।এই সমস্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন মহকুমা শাসকের সামনে।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে ছাত্র-পুলিশ বিক্ষোভের পিটিশন জারি আজ

customer facing gas cylinder problem | newsfront.co
অমিল গ্যাস।নিজস্ব চিত্র

এদিন স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চের সম্পাদক হিটলার দাস, দিলীপ সাহা, অমল চন্দ্র সরকার, প্রফুল্ল বর্মন সহ আরো অনেক সাধারন গ্রাহক।

আরও পড়ুনঃ বিদ্রোহের পরে ‘স্বচ্ছ-ভারত’ অভিযান, আবর্জনা পরিস্কারে রাস্তায় জামিয়া শিক্ষার্থীরা

দিনহাটা ১ নং ওয়ার্ডে র বাসিন্দা অমল চন্দ্র সরকার বলেন,”সঠিকভাবে রান্নার গ্যাস না মেলায় দৈনিক জীবন-যাপনে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের।

তিনি আরো বলেন আজকে সকালে গ্যাস নিতে এসে হঠাৎ দেখি অফিসে তালা ঝুলছে এবং একটি নোটিশ বোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে গ্যাসের গাড়ি না ঢুকায় অফিস বন্ধ থাকবে। এতে আমাদের মত সাধারণ গ্রাহকরা অসুবিধার সম্মুখীন হচ্ছে। মহকুমা শাসককে আমরা বিষয়টি জানালাম যাতে খুব তাড়াতাড়ি গ্যাসের সমস্যা মেটানো হয়” ।

মহকুমা শাসক শেখ আনসার আহমেদ বলেন,”সাধারণ মানুষ গ্যাসের সংকটে ভুগছে অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হবে”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here