নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
পরিবেশের সবচেয়ে ক্ষতিকারক বজ্র পদার্থ হল প্লাস্টিক। সরকারি ভাবে এই প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হলেও এখনও প্লাস্টিকের ব্যবহার প্রচলিত রয়েছে।
সাম্প্রতিক কালের পরিবেশ দূষণের ভয়াবহতার কথা মাথায় রেখেই লালগোলা কলেজের ভুগোল শিক্ষা বিভাগের উদ্যোগে ২৮ ও ২৯ নভেম্বর পরিবেশের উপর প্লাস্টিকের প্রভাব সম্পর্কে সেমিনার ও কলেজ চত্বরে প্লাস্টিক মোচন-সাইকেল র্যালির ব্যবস্থা করা হয়।
লালবাগ কলেজের অধ্যাপক সুদীপ্তা মুখার্জী এবং ডোমকল কলেজের অধ্যাপক স্বতি মোল্লা এই বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য রাখেন।
আরও পড়ুনঃ হুগলীতে ‘বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠান ঘিরে উদ্দীপনা
আজ এই অনুষ্ঠানের শেষ দিন। আজ ছাত্রছাত্রীদের নিয়ে কলেজের মধ্যে প্লাস্টিক পরিষ্কার এবং প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে সচেতন করা হয়।
সর্বশেষে থানার অফিসার ইন-চার্জ সৌম্যদীপের উপস্থিতিতে কলেজ থেকে একটি সাইকেল র্যালি যাত্রা করে। এই র্যালির মাধ্যমে এলাকাতে পরিবেশ দূষণ এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর আবেদন জানানো হয় কলেজের পক্ষ থেকে।
সাধারণ মানুষের প্লাস্টিকের ব্যবহারের ফলে পরিবেশ দূষণ সম্পর্কে কর্মসূচি পালিত হয়। প্লাস্টিক ব্যবহারের অপকারিতা সম্পর্কে মানুষকে সতর্ক করা হয়।
আজকের এই কর্মসূচিতে কলেজের ছাত্র ছাড়াও কলেজের অধ্যাপক-অধ্যাপিকা এবং প্রিন্সিপাল ও কলেজ স্টাফ সকলেই অংশগ্রহণ করেন।
প্রিন্সিপাল সোমনাথ চক্রবর্তী বলেন, সরকারি ভাবে প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আমরা ব্যাগ ব্যবহার না করে এখনও প্লাস্টিকের ব্যবহার বাড়িয়ে চলেছি। আমরা যতদিন না সচেতন হতে পারবো ততদিন প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা অসম্ভব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584