মধ্যরাত্রের ঝড়ে ব্যাপক ক্ষতি দিনহাটায়

0
203

মনিরুল হক, কোচবিহারঃ

the damage in dinhata for heavy storm
নিজস্ব চিত্র

রবিবার মধ্যরাতের ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয় কোচবিহার জেলার দিনহাটাতে।ঘটনাটি ঘটেছে দিনহাটা -১ ব্লক ও দিনহাটা শহরের বিভিন্ন এলাকায়।এদিন শহরের গোসানী রোডে ফার্মের মোড়ে ইলেকট্রিকের দুটি খুঁটি সহ গাছ ভেঙ্গে পরায় ঐ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

the damage in dinhata for heavy storm
নিজস্ব চিত্র

প্রায় ৩০ মিনিটের এই ঝড়ে শহরের বিভিন্ন এলাকাসহ কৃষিমেলা,প্যাটলা,পুটিমারি, ওকড়াবাড়ি থেকেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে,বিভিন্ন গাছ ভেঙ্গে পড়েছে,ভেঙ্গেছে কাঁচাবাড়িও।

আরও পড়ুনঃ হাতির হানায় ভাঙল ঘর,নিয়মানুযায়ী ক্ষতিপূরণের আশ্বাস বনদফতরের

the damage in dinhata for heavy storm
গাছ পড়ে চিঁড়েছে বিদ্যুৎ পোল। নিজস্ব চিত্র

বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা।দিনহাটার বাসিন্দা শুভব্রত ব্যানার্জী জানান,ঝড়ে সাধারন মানুষ ভীষনভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।গাছ ভেঙে পরায় বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়েছে।এবিষয়ে বিদ্যুৎ দপ্তর ও পৌরসভাকে খবর দেওয়া হয়েছে এবং দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।এছাড়াও কোচবিহার ১ ও ২ নং ব্লক, মাথাভাঙা-২ ব্লকের নিশিগঞ্জ, কোচবিহার-১ ব্লকের চান্দামারি,মাঘপালা এলাকায় অন্তত ৫০০ টি বাড়ি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।বহু গাছ উপড়ে গেছে।বিদ্যুৎ নেই বহু এলাকায়।ফণীর আতঙ্ক শেষে এ এক অধীর ঝড় তাণ্ডবে এলাকাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here