সুদীপ পাল, বর্ধমানঃ
দীর্ঘদিন ধরে কাঁকসা হাসপাতাল মোড় থেকে কলকাতাগামী বেহাল জাতীয় সড়ক নিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছিলেন। বাসিন্দাদের অভিযোগ ছিল সড়কের বেহাল অবস্থার জেরে দুর্ঘটনা ঘটছে, একইসাথে গাড়ির যন্ত্রাংশ খারাপ হচ্ছে।
বারবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে আবেদন করেও সাড়া না মেলায় স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করেছিলেন। তার জেরেই বেহাল জাতীয় সড়কের মেরামতির কাজ শুরু হল। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে আধিকারিক মলয় দত্ত জানান, বিপজ্জনক অংশগুলি মেরামত করা হচ্ছে। পরে তহবিল এলে সার্বিকভাবে মেরামত করা হবে।
আরও পড়ুনঃ বস্তিবাসীদের পাশে বাঁকুড়া জেলা তৃণমূল
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তায় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। তাতে দুর্ঘটনা ঘটে প্রাণসংশইয়ের শিকার হচ্ছিলেন বাসিন্দা এবং যাত্রীরা। একই সাথে বেহাল রাস্তার জন্য এলাকা দূষণে ভরে যাচ্ছিল। আংশিক মেরামত করা হলেও আরও বেশ কিছু জায়গা রয়েছে যেখানে মেরামত করা দরকার। জাতীয় সড়ক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে মেরামতের বন্দোবস্তের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584