দান বাবার মাজারে চুরি গেছে দানবাক্স,মেলা নিয়ে চিন্তায় আয়োজকরা

0
71

সুদীপ পাল,বর্ধমানঃ

The danbox stolen from dan babar temple
নিজস্ব চিত্র

পানাগড়ের কাঁকসার দান বাবা মাজারে গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে চুরি হয়েছিল কিন্তু দীর্ঘদিন কেটে গেলও চোর বা চুরির কোন রহস্যের কিনারা করতে পারেনি পুলিশ।ফলে এলাকাবাসীর মধ্যে ক্রমশই বাড়ছে ক্ষোভ।এখানে প্রতি বছর মেলার আয়োজন করা হয়।দানবাক্সে যা টাকা পরে তা থেকেই মেলার খরচ চলে। কিন্তু সেই বাক্স চুরি হওয়ায় সমস্যায় পড়েছেন মেলা কমিটি কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে চুরির ঘটনায় দুই মহিলা সহ ধৃত দুই যুবক

দানবাক্স চুরি যাওয়ার কয়েকদিন আগে মাজার পরিচালন কমিটির একটি বৈঠক হয়েছিল দান বাবার মেলা উপলক্ষ্যে।তার কয়েক দিন পরেই চুরি যায় দানবাক্স।প্রায় এক লক্ষ টাকার মতো জমা পড়েছিলো ওই বাক্সে।প্রতি বছরের মত মার্চ মাসের শেষে দান বাবার মাজারে মেলা বসে। এলাকাবাসী চিন্তায় পড়েছেন। চিন্তায় পড়েছেন মেলা কমিটি কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here