মেদিনীপুর ডান্সার্স ফোরামের উদ্যোগে নৃত্য কর্মশালা

0
63

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

তিন দিন ধরে নূপুরের নিক্কণ ধ্বনিতে মুখরিত হলো জেলা পরিষদ লাউঞ্জ ও রবীন্দ্র নিলয় সভাগৃহ। সমকালীন নৃত্য ভাবনা নিয়ে মেদিনীপুর ডান্সার্স ফোরামের উদ্যোগে তিন দিনের নৃত্য কর্মশালা শেষ হলো রবিবার।

dancing workshop | newsfront.co
নিজস্ব চিত্র

শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের লাউঞ্জে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক অন‍ন‍্যা মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতগুরু জয়ন্ত সাহা। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী কাশ্মীরা সামন্ত।ডান্সার্স ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক রাজনারায়ণ দত্ত,সভানেত্রী সুতনুকা পাল সহ অন্যান্য কর্মকর্তাগণ।

dancing workshop | newsfront.co
নৃত্যানুষ্ঠান।নিজস্ব চিত্র

মোট ১৩০ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নেয়।তিনদিনের এই কর্মশালা জেলা পরিষদ লাউঞ্জের পাশাপাশি রবীন্দ্র নিলয়েও অনুষ্ঠিত হয়।রবিবার কর্মশালার শেষ দিন রবীন্দ্র নিলয়ে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শংসাপত্র প্রদান করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ‍্য দিয়ে।‌

পাশাপাশি এদিনই বিশিষ্ট নৃত্যশিল্পী তথা কর্মশালার শিক্ষয়িত্রী কাশ্মীরা সামান্তকে ডান্সার্স ফোরামের পক্ষ থেকে পন্ডিত উদয় শংকর সম্মানে ভূষিত করা হয়।

আরও পড়ুনঃ মেদিনীপুর ডান্সার্স ফোরামের নৃত্য কর্মশালার আয়োজন

 dancing workshop | newsfront.co
নিজস্ব চিত্র

সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত গুরু জয়ন্ত সাহা , শিক্ষক আখিলবন্ধু মহাপাত্র, সঙ্গীত শিল্পী হায়দার আলি,রবীন্দ্র স্মৃতি সমিতির সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা প্রমুখ।

অনুষ্ঠানে ফোরাম এর কচিকাঁচা ও বড়োরা হৃদয়গ্রাহী নৃত্য প্রদর্শন করে।ফোরাম এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজনারায়ন দত্ত সুতনুকা পাল,ঈশিতা চট্টোপাধ্যায়,শতাব্দী গোস্বামী চক্রবর্তী,কেয়া খাঁড়া,সংঘমিত্রা পুরোহিত আত্রেয়ী বসু সোমা চট্টরাজ,দেবলীনা কোনার বিষ্ণু,শাশ্বতী শাসমল সহ অন‍্যান‍্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here