নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং:
ফের হেনস্থার শিকার দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের। সাংসদের অভিযোগ, পুলিশ ও তৃণমূল নেতারা তাঁর গাড়িতে হামলা করেছেন। এমনকি মারধর করা হয়েছে রাজুবিস্তার দেহরক্ষীদেরও।
জানা গিয়েছে, মঙ্গলবার কালিম্পঙের সিজনিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা। অভিযোগ, সেই সময় মন্দিরখোলা এলাকায় প্রায় ৮০ থেকে ১০০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী মদ্যপ অবস্থায় তাঁর গাড়ি ঘিরে ফেলে।
কালো পতাকা দেখিয়ে তাঁকে ‘গো-ব্যাক’ স্লোগানও দিতে শুরু করে তারা। আচমকাই ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতীরা সাংসদ ও তাঁর সঙ্গীদের আক্রমণ করে বলেও অভিযোগ।
আক্রমণের ঘটনায় আহত হন বেশ কয়েকজন বিজেপি ও জেজিএম কর্মী। সাংসদকে বাঁচাতে গিয়ে গুরুতর ভাবে জখম হয়েছেন তাঁর দেহরক্ষীও। এ দিনের ঘটনায় রাজ্য পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিজেপি নেতা। তাঁর অভিযোগ, গোটা ঘটনার দায় রাজ্য পুলিশের।
আরও পড়ুনঃ জলদাপাড়া ন্যাশনাল পার্কে আবর্জনা, প্রশ্ন উঠছে বন দফতরের ভূমিকা নিয়ে
সাংসদ জানান, পুলিশের তরফে আশ্বাসও মিলেছিল। কিন্তু তা সত্ত্বেও এহেন ঘটনায় তিনি প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশের পাশাপাশি, ঘটনার পরই রাজ্য সরকারের প্রতিও একরাশ ক্ষোভ প্রকাশ করেন সাংসদ।
সোমবার রাতেই পুলিশের উচ্চপদস্থ কর্তাদের তিনি মঙ্গলবারের সফরসূচির বিষয়ে জানিয়েছিলেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তাও চেয়েছিলেন তিনি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শিলিগুড়িতে বিক্ষোভের ডাক দেয় জেলা বিজেপি নেতৃত্ব। এরপর শিলিগুড়িতে ধিক্কার মিছিল করেন বিজেপির কর্মী সমর্থকেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584