উন্নয়নের আলোর নীচে অন্ধকারই যেন ভবিতব্য মির্জাপুরের

0
73

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

the dark under development light
জলহীন কল।নিজস্ব চিত্র
the dark under development light
কচুরিপনায় ভর্তি পুকুর।নিজস্ব চিত্র
the dark under development light
খাদ্য প্রস্তুত।নিজস্ব চিত্র

বহরমপুর লোকসভা অন্তর্গত ৩৪ নং জাতীয় সড়ক সংলগ্ন এলাকা বেলডাঙ্গা বিধানসভার মির্জাপুর গ্রাম।প্রায় আড়াইশো মানুষের বাস ওই পাড়ায়।বহু বছর ধরে এই বিধানসভায় কংগ্রেসের বিধায়ক পদে রয়েছেন সফিউজ্জামান।
নির্মল বাংলার আওতায় ব্লু টয়লেট বা আবাস যোজনার আওতায় ঘরবাড়ি কোনটাই পাননি তারা। আবাস যোজনা কি সেটাই তারা জানেন না। বিডিও অফিসে অভিযোগ জানালেও কাজ হয়নি।নানান সময় নানান কারণে তাদের কাছ থেকে টাকা পয়সা নিলেও সে টাকা ওনাদের এক বছর পর ফেরত আনতে হয়েছে।
এলাকায় নিকাশি ব্যবস্থা নেই বললেই চলে।একটি ডোবা রয়েছে সেই ডোবাতে সমস্ত নোংরা জল গুলি জমা হয়।আজ সেখানে কচুরীপানায় ভর্তি। বেলডাঙ্গা পৌরসভা থেকেও কোনো রকম মশা মারার ওষুধ দেওয়া হয়নি।সেখানে যথেষ্ট দুর্গন্ধময় এবং অস্বাস্থ্যকর পরিস্থিতি। আর্সেনিক মুক্ত কোন কলের ব্যবস্থা নেই একটি ছিল তাও অকেজো হয়ে দীর্ঘদিন ধরে একই ভাবে পড়ে রয়েছে।বৈদ্যুতিন খুঁটি রয়েছে তবে সেখানে কোন বাতি
নেই।অন্ধকার হয়ে থাকে পুরো রাস্তাটি।
আস্থা নেই কোনো সরকারি সাহায্যের।

the dark under development light
না পাওয়ার কথা।নিজস্ব চিত্র
the dark under development light
বঞ্চনার কথা বলছেন স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র
the dark under development light
অস্বাস্থ্যকর।নিজস্ব চিত্র

আরও পড়ুন: পর্যটক টানতে জঙ্গলমহলে গৌতম,দিলেন পুজোও

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here