নিজস্ব সংবাদদাতা, মালদাঃ
ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় জমি থেকে উদ্ধার হল এক ব্যক্তির গুলি বিদ্ধ ক্ষত-বিক্ষত দেহ। এই ঘটনায় শনিবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়ায় কালিয়াচক থানার গোলাপগঞ্জ খড়িবোনা এলাকায়।
পরিবারের লোকদের অভিযোগ বিএসএফ জওয়ানরা গুলি করে মেরেছে। তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে ইতিমধ্যেই। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুনঃ মানসিক ভারসাম্যহীন যুবকের দেহ উদ্ধার পুকুর থেকে
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যাক্তির নাম নজরুল ইসলাম(৩৫)। বাড়ি খড়িবোনা গ্রামে। পেশায় তিনি কৃষক ছিলেন। পরিবারের লোকেরা জানায়, শুক্রবার রাতে শৌচকর্ম করতে বাড়ি থেকে বের হয় নজরুল। তারপর আর বাড়ি ফেরেনি। সকালে গ্রামের পাশে মাঠে তার রক্তাক্ত গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
পরিবারের লোকেরা জানায়, পাচারকারী সন্ধেহে বিএসএফ তাকে গুলি করেছে। মাথায় গুলি লেগেছে। এছাড়াও তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584