নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
কলি নদীর চর খুঁড়ে উদ্ধার হওয়া মৃতদেহ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যায় ফালাকাটার ধনীরামপুর এলাকায়।
জানা গেছে, নিখোঁজ হওয়ার ৯ দিন পর ফালাকাটা ব্লকের ধনীরামপুর ১ গ্রামপঞ্চায়েতের কলি নদীর চরে বালি খুঁড়ে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে ওই মৃতদেহ।
মৃত ব্যাক্তির নাম সুশীল দাস (৩৭)। তিনি ধুপগুড়ির বাসিন্দা। পেশায় ঠিকাদার ছিলেন। এদিন এক জন মেজিস্ট্রেটের উপস্থিতে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে৷ খুন করে বালি চাপা দিয়ে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে সন্দেহ পুলিশের ।
উল্লেখ্য, গত ২২ শে আগস্ট ধুপগুড়ি থানায় মিসিং ডাইরি করেন সুশীল বাবুর পরিবার। পর দিন জটেশ্বর ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের হয় ।
আরও পড়ুনঃ নদীর চর থেকে বালি চাপা মৃতদেহ উদ্ধার
সেখানে তিন জনের নামে লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। তদন্তে নেমে শুরু হয় তল্লাশি। বুধবার সকালে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ টানা জেরা করার পর খুনের ঘটনা কবুল করে অভিযুক্তরা। গত কাল সন্ধ্যায় ধনিরামপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের কলি নদীর পাড়ের এক নির্জন জায়গায় বলি খুঁড়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
তবে কী কারণে এই খুন, গোটা বিষয় খতিয়ে দেখছে পুলিশি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। পরিকল্পিত ভাবেই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। ঘটনার তদন্তে করছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584