নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় উত্তেজনা।বাড়ি ভাঙচুর। ঘটনাটি ঘটেছে তমলুক থানার পুতপুতিয়া এলাকায়।
বুধবার সকাল নাগাদ তমলুক থানার পুতপুতিয়া এলাকায় খালের জলে এক ব্যক্তির দেহ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন বল্লভ জানা নামে ওই ব্যক্তি।
বুধবার সকালে গ্রামবাসীরা এলাকায় একটি খালের জলে মৃতদেহ ভাসতে দেখেন। এরপর স্থানীয়দের প্রচেষ্টায় তমলুক থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায়।
আরও পড়ুনঃ পুকুরে ভাসমান দেহ, রহস্যজনক মৃত্যুর কিনারা খুঁজছে পুলিশ
দেহটি উদ্ধার করে তমলুকে ময়না তদন্তের জন্য পাঠায়। প্রাথমিক অনুমান খুন করা হয়েছে। ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য একজনকে ইতিমধ্যেই আটক করেছে তমলুক থানার পুলিশ।আটক ব্যক্তির নাম আলোক জানা।
জানা গেছে মৃতদেহ পাওয়ার পর আটক ব্যক্তির বাড়ি ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা পূর্ণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584