পর্যটক শূণ্য দীঘা,বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন

0
109

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

the deal with foni on purba midnapore
ছবিঃ প্রতিবেদক

পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় সন্ধ্যের মধ্যেই ফনী তাণ্ডব শুরু করবে এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।পশ্চিমবঙ্গে পর্যাপ্ত এনফর্সমেন্ট আধিকারিকরা এসেছে। পর্যাপ্ত দুর্ঘটনা মোকাবিলা বাহিনীর রয়েছে।হলদিয়াতে দুর্ঘটনা মোকাবিলা করার জন্য রয়েছে চারটি জাহাজ,যাতে দুর্ঘটনার খবর পাওয়া মাত্র সেই এলাকায় পৌঁছে যাবে বাহিনী। বায়ুসেনা হাই এলার্ট রয়েছে যে কোন মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে।

the deal with foni on purba midnapore
ছবিঃ প্রতিবেদক

পূর্ব মেদিনীপুর জেলার শাসক অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে।আজ সকাল থেকে সমুদ্র উপকূল এলাকার বাসিন্দারা প্রায় ৪হাজার ৩৭০টি পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামের চার ব্লকে ফণীর আতঙ্ক,জারি সতর্কতা

পূর্ব মেদিনীপুর জেলা শাসক পার্থ ঘোষ জানিয়েছেন,সব রকম ভাবে প্রস্তুত দুর্ঘটনা মোকাবিলার টিম।সাবধানে থাকুন অপরকে সাবধানে রাখুন।যে কোনো দুর্ঘটনার খবর পুলিশ প্রশাসনকে জানান।পুলিশ প্রশাসন অতি তৎপরতার সাথে আপনাদের সাহায্য করবে।ফণী তাণ্ডবে ফনা তুলেছে বঙ্গোপসাগর।

আজ সকাল থেকে দীঘার সমস্ত হোটেল থেকে পর্যটক খালি করে দিয়েছে প্রায় শুনশান দীঘা পর্যটন কেন্দ্র। প্রায় ২০০টি ট্রেন বাতিল করেছে হাওড়া,পুরী, ভুবনেশ্বর,বিশাখাপত্তনম,ট্রেন চলাচল প্রায় বন্ধ।বেশ কিছু ট্রেন ঘুরপথে আসছে।

নবান্ন থেকে নজরদারি চালাচ্ছেন অধিকারিকগণ।
ফণীকে নিয়ে আতঙ্কে সাধারণ মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here