নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
ফের হাতির হানায় মৃত্যু হয় বৃদ্ধার। ঘটনাটি নয়াগ্রাম থানার অন্তর্গত শিরষীবনী গ্রামের।জানা গিয়েছে, চাঁদাবিলা রেঞ্জে বেশ কয়েকদিন ধরেই ২০ থেকে ২৫ টি হাতির একটি দল রয়েছে। আক রবিবার সকালে উন্মুক্ত হাতি গুলো দাঁপিয়ে বেড়ায় শিরষবনী এলাকায়। এবং এক বৃদ্ধা কে আক্রমণ করে তাঁর উঠোনে বসে থাকা অবস্থায়।
আরও পড়ুনঃ হাতির হানায় আতঙ্কিত গ্রামবাসীরা
আক্রান্ত অবস্থায় তাকে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতা বৃদ্ধার নাম গৌরি মান্ডি(৬৫)। স্থানীয়দের দাবি মৃত বৃদ্ধা টি তাঁর উঠোনে থাকা অবস্থায় হাতি আক্রমণ করে।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির বাড়ি নয়াগ্রাম থানার শিরষীবনী তে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ের প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতির হানায় মৃত্যু নিয়ে কড়া ধমক দেন বনদফতরকে। এদিনের ঘটনায় ফের প্রশ্নের মুখে ঝাড়গ্রাম বনদফতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584