নতুন ওয়ার্ড গঠনের প্রস্তাব ঘিরে বিতর্ক

0
49

মনিরুল হক,কোচবিহারঃ

the debate for a new offer
নিজস্ব চিত্র

লোকসভা নির্বাচনের পরিসংখ্যানে কোচবিহার পুর এলাকার সব কটি ওয়ার্ডে বিজেপির কাছে পরাস্ত হয়েছে তৃণমূল।কোচবিহার সহ উত্তরবঙ্গে এখন গেরুয়া হওয়া।এরমধ্যেই পুর এলাকা গুলো ভেঙে ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি ও সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এলাকা যুক্ত করে আয়তন বৃদ্ধির প্রস্তাব গৃহীত হয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত কোচবিহার পুরসভায়।আজ ওই পৌরসভার বোর্ড মিটিংয়ে এই প্রস্তাব রাখা হয়েছে।

the debate for a new offer
নিজস্ব চিত্র

কোচবিহার পৌরসভার ভাইস চেয়ারপার্সন আমিনা আহমেদ জানিয়েছেন, কোচবিহার পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে শহরের ২, ৭, ১৩ নম্বর ওয়ার্ড বাদে বাকি ১৭টি ওয়ার্ডকে ভেঙ্গে নতুন করে ওয়ার্ড গঠনের প্রস্তাব গ্রহন করা হয়েছে।এই প্রস্তাব ইতিমধ্যে মহকুমা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।প্রস্তাব প্রশাসনিক পর্যায় কার্যকর হলে কোচবিহার পৌরসভার ওয়ার্ড সংখ্যা দাঁড়াবে ৩০ থেকে ৩২টি।এছাড়াও কোচবিহার খাগড়াবাড়ি এলাকার কিছু অংশ ও শহর সংলগ্ন বাবুরহাট এলাকার কিছু অংশ শহরের সাথে জুড়ে দিয়ে আয়তন বৃদ্ধির প্রস্তাবও নেওয়া হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ বিতর্কের অবসান,১০ জুন খুলছে স্কুল

ভাইস চেয়ারপার্সন বলেন, “আমরা মনে করছি ছোট ছোট ওয়ার্ড তৈরি হলে তাতে উন্নয়নের কাজে আরো বেশি নজর দিতে পারবে ওয়ার্ড কাউন্সিলাররা।জনসংখ্যা ও আয়তনের নিরিখে কোচবিহার পৌরসভা বৃদ্ধি পেলে কর্পোরেশন ঘোষণাও হতে পারে।সেক্ষেত্রে বাসিন্দারা অনেক বেশী উন্নত মানের পরিষেবা পাবেন।”
আগামী বছরের গোড়াতেই কোচবিহার পুরসভার নির্বাচন হওয়ার কথা।

এবার লোকসভা নির্বাচনে পুর এলাকায় যেভাবে প্রত্যেক ওয়ার্ডে ব্যাপক ব্যবধান নিয়ে এগিয়ে রয়েছে বিজেপি।তাতে পুরসভার ক্ষমতা দখল নেওয়া এখন মাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।এই অবস্থায় ওয়ার্ড বৃদ্ধি ও আয়তন বাড়ানোর প্রস্তাবে কোন রাজনৈতিক পরিকল্পনা রয়েছে কিনা, তা নিয়েও চর্চা শুরু হয়েছে।

যদিও বিজেপি নেতৃত্ব মনে করছে পুর এলাকার পাশেও গ্রাম পঞ্চায়েত গুলোতেও তাঁদের যথেষ্ট ভালো ফল হয়েছে। তাই কোন ভাবেই তৃণমূল আগামী পুরসভা নির্বাচনে তাঁদের আটকাতে পারবে না।
পৌরসভার আয়তন বৃদ্ধি প্রসঙ্গে কোচবিহার পৌরসভার বিরোধী দল নেতা সিপিআইএম কাউন্সিলার মহানন্দ সাহা বলেন,“গোটা বিষয়টি প্রস্তাব আকারে রয়েছে।

আমরা শহরের উন্নয়নের পাশে রয়েছি।আমরা চাই জনবিন্যাস, ভৌগলিক অবস্থান বিশ্লেষণ করে শহর বৃদ্ধি ও নতুন ওয়ার্ড তৈরির প্রস্তাব নেওয়া হোক।” যদিও এনিয়ে বিজেপির তরফ থেকে কোনো মন্তব্য শোনা যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here