সুদীপ পাল, বর্ধমানঃ
রাজ্য রাজনীতিতে যুযুধান দুই পক্ষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। বিজেপি নেতারা এলাকা ঘুরে যাওয়ার পরের দিনই বারাবনিতে মিছিল করল তৃণমূল কর্মী সমর্থকরা। পানুড়িয়া মোড় থেকে শুরু হয় মিছিল। বিভিন্ন এলাকা ঘুরে পাঁচগাছিয়ায় তা শেষ হয়।
এ দিন অবশ্য মিছিলে যোগ দেওয়া অধিকাংশ আরোহীর মাথায় অবশ্য দেখা যায়নি হেলমেট। হেলমেট ছাড়া কিভাবে বাইক মিছিল হল তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম বর্ধমানের জেলাশাসক শশাঙ্ক শেঠি জানিয়েছিলেন, বাইক দুর্ঘটনা আগের থেকে অনেক কমেছে। যেটুকু দুর্ঘটনা ঘটে তার অধিকাংশ ক্ষেত্রে বাইক আরোহীর মাথায় হেলমেট থাকেনা।
আরও পড়ুনঃ সুপ্রিমকোর্টের নির্দেশে আগামীকাল আস্থা ভোট মহারাষ্ট্রে,সরাসরি সম্প্রচারের নির্দেশ
পরিবহন দফতরের কর্মীদের সাথে বৈঠক করে ঠিক হয়েছিল হেলমেট ছাড়া মোটর বাইক চালালে নেওয়া হবে কড়া ব্যবস্থা। কিন্তু তারপরেও রাজ্যের শাসকদলের বাইক মিছিলে যোগদান করা কর্মী-সমর্থকদের মাথায় হেলমেট কেন থাকবে না তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
মিছিলে যারা নিয়ম ভেঙেছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কি না তার খোঁজ শুরু হয়েছে। তবে তৃণমূলের বারাবনি ব্লক সভাপতি অসিত সিংহ বলেন, প্রত্যেককে হেলমেট পড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584