সুদীপ পাল, বর্ধমানঃ
বর্ধমান চালকল মালিকদের সরকার নির্ধারিত মূল্যে ধান কিনতে হবে এমন দাবি করে ফি বছর গোলমাল ঘটনা ঘটেছিল গলসিতে। গত বছর ফড়েদের উৎপাতের অভিযোগও তোলেন চাষিরা।
চালকল মালিকদের দাবি, এবারও সরাসরি ধান কেনার দাবি জানাচ্ছেন চাষিরা, নাহলে চালকল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জেলাস্তরে প্রশাসন বৈঠক ডাকা হয়েছে।
তারপর গলসি ১ ও ২ ব্লকের প্রতিটি গ্রামে লাগাতার প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
গলসির দুটি ব্লক মিলিয়ে চালকলের সংখ্যা ৪৭ টি। তাদের বেশিরভাগই সরকারের সঙ্গে চুক্তি করতে ঢিলেমি করেছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুনঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ঘাসফুল শিবিরের
বেশি সংখ্যক চালকল চুক্তিবদ্ধ না হওয়ায় এখনও সেভাবে ধান কেনার প্রক্রিয়া শুরু হয়নি। চালকলগুলির পক্ষে বলা হচ্ছে, গলসি এলাকার এক কুইন্টাল ধান ভাঙিয়ে সরকারের নিয়মে যে চাল দিতে হয় তাতে ২-৩ কেজি ঘাটতি থাকে। তাই এবারে ভাল চাল চাইছে সরকার। তাই অনেকেই ভয়ে চুক্তি করতে চাইছে না।
যদিও জেলার খাদ্য নিয়ামক আবীর আলি বলেন, চাষিদের কাছে ধান কেনার প্রক্রিয়া কী হবে তার স্পষ্ট রূপরেখা করে দেওয়া হয়েছে। জেলাশাসক বিজয় ভারতী বলেন, সরকারি অস্থায়ী যে ধান ক্রয় কেন্দ্র রয়েছে সেখানে নাম নথিভুক্ত করে ধান বিক্রি করতে পারবেন চাষিরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584