সুদীপ পাল,বর্ধমানঃ
এলাকায় নেই কোন প্রেক্ষাগৃহ।ফলে অনুষ্ঠান আয়োজন করতে গেলে সংস্কৃতিকর্মীদের পড়তে হয় বিপাকে।পানাগড় এলাকার বাসিন্দাদের দাবি এলাকায় তৈরি হোক একটি স্থায়ী প্রেক্ষাগৃহ।পানাগড়ের বাসিন্দাদের বক্তব্য,এলাকায় প্রেক্ষাগৃহ না থাকার ফলে যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে গেলে মন্ডপ বেঁধে অনুষ্ঠান করতে হয়। মন্ডপের ভাড়া ক্রমশই ঊর্ধ্বমুখী।
আরও পড়ুন: নিত্য যানজটে নাজেহাল বুদবুদ বাজার
এরকম অবস্থায় দাঁড়িয়ে প্রত্যেকটি অনুষ্ঠানে মন্ডপ বাঁধা সম্ভব হচ্ছে না।তাই যদি একটি প্রেক্ষাগৃহ সরকারি উদ্যোগে করা হয় তাহলে একদিকে যেরকম অনুষ্ঠান উদ্যোক্তাদের খরচা বাঁচবে অন্যদিকে সেখান থেকে সরকারি আয় হবে।এখন সমস্ত জায়গাতেই প্রেক্ষাগৃহ আছে।তা ভাড়া দেওয়া হয় বিয়ে বাড়ি থেকে শুরু করে সাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠান সব ক্ষেত্রেই। নির্দিষ্ট টাকার বিনিময়ে তা ভাড়া পাওয়া যায়। এতে উদ্যোক্তাদের যেরকম মন্ডপ নিয়ে কোন মাথা ব্যাথা থাকে না তেমনি বিকল্প আয়ের সম্ভাবনা থাকে সরকারের। তাছাড়া প্রেক্ষাগৃহ নির্মিত হলে বিকল্প কর্মসংস্থানের সুযোগ থাকবে এলাকার বেকার যুবকদের। সংস্কৃতিকর্মীরা জানাচ্ছেন, মণ্ডপ বেঁধে অনুষ্ঠান করতে গেলে সবথেকে বিপাকে পড়তে হয় বর্ষাকালে। তার কারণ আবহাওয়া ঠিকঠাক না থাকলে তখন অনুষ্ঠানই বানচাল হয়ে যায়। কাঁকসা ব্লক প্রশাসনের তরফে এই দাবি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584