করোনা প্রতিরোধে এল সাফল্য, নিউজিল্যান্ডে ক্ষমতায় ফিরলেন জেসিন্ডা আরডার্ণ

0
93

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

নিউজিল্যান্ডে অটুট থাকলো জেসিন্ডা ম্যাজিক। অসামান্য দক্ষতার সাথে করোনা মোকাবিলা করে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরর্ডাণ। সেই সাফল্যের ফল পেলেন সাধারণ নির্বাচনে, রেকর্ড ভোটে জয়ী হয়ে আবারও ক্ষমতায় ফিরলেন জেসিন্ডা।

Jacinda Ardern | newsfront.co
জেসিন্ডা আরর্ডাণ

এই সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে জেসিন্ডার দল লেবার পার্টি। নিউজিল্যান্ডের নির্বাচনের ইতিহাসে বেশ কয়েক দশক পর একক দল হিসেবে সরকার গড়তে চলেছে লেবার পার্টি।

করোনা পরিস্থিতি মোকাবিলায় আরডার্নের ভূমিকা প্রশংসিত হয়েছে সারা বিশ্বে। সারা পৃথিবী যখন করোনা অতিমারীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে, তখনই কয়েক মাস আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, তাঁর দেশ করোনা-মুক্ত।

আরও পড়ুনঃ বন্ধু প্রীতিতে ভোট লাভ হচ্ছে না ট্রাম্পের, বলছে সমীক্ষা

করোনা বিপর্যয় মোকাবিলার কৃতিত্বই তাঁকে নির্বাচনে এরকম অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছে বলে মনে করছেন সকলে। অকল্যান্ডে নিজের বাড়ি থেকে বেরিয়ে এদিন সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন জেসিন্ডা, সমর্থকদের আলিঙ্গনও করেন তিনি। বিরোধী দল ন্যাশনাল পার্টির নেত্রী জুডিথ কলিন্স ও এমন অভূতপূর্ব জয়ের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

আরও পড়ুনঃ কলকাতার যুবকের অদম্য লড়াইয়ে অস্ট্রেলিয়াতে চালু বাংলা ভাষায় সরকারি ওয়েবসাইট

এবারের নির্বাচনে ৪৯ শতাংশ ভোট পেয়েছে লেবার পার্টি আর ন্যাশনাল পার্টি পেয়েছে ২৭ শতাংশ ভোট। এখনও পর্যন্ত ৭৭ শতাংশ ব্যালট গণনা সম্পন্ন হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

জয় প্রসঙ্গে লেবার পার্টির এক জনপ্রতিনিধি বলেন, ”মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা যেভাবে করোনা পরিস্থিতি সামাল দিয়েছি তাতে মানুষ খুশি”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here