পিয়ালী দাস,বীরভূমঃ
“শিল্পের জমিতে শিল্প চাই,নইলে জমি ফেরত চাই” এই দাবিতে জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন প্রদান করলেন শিবপুর জমি হারা কৃষক সংগ্রাম মঞ্চের সদস্যরা।
২০০২ ও ২০০৩ তৎকালীন বাম সরকার প্রায় ২৯৭ একর জমি অধিগ্রহণ করে।কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণের সময় কৃষকদের বলা হয়েছিল এখানে শিল্প হবে,শিল্প হলে আপনাদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হবে।
সেই দাবি মেনে নিয়ে চাষযোগ্য জমি ছেড়ে দিয়েছিল কৃষকরা,কৃষকদের অপেক্ষাই সার বাম সরকারের ১১ বছর পেরিয়ে গেলেও শিল্পের কোন লক্ষণই দেখা যায়নি সেখানে জমি ও ফেরত পায়নি কৃষকরা।কৃষকদের চাষযোগ্য জমি ফিরিয়ে দিতে হবে এই দাবিতে সেখানে আন্দোলন শুরু করে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এরপর ২০১১ সালে পালাবদল ঘটে রাজ্যে।৩৪ বছরের বাম জামানাকে হারিয়ে নতুন সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস।কিন্তু পালাবদলের পরেও সাত বছর পেরিয়ে গেছে, এখনও হয়নি শিল্প।বারবার শুধু আন্দোলনই হয়েছে,কাজের কাজ কিছু হয়নি মিলেছে শুধুই আশ্বাস।এখন কৃষকদের অভিযোগ শিল্পের জন্য দেওয়া জমিতে শিল্প তো হচ্ছেইনা উল্টিয়ে চড়া দামে সেই জমি বিক্রি করে দেওয়া হচ্ছে আবাসন তৈরি করার জন্য।কৃষকদের অভিযোগ শিল্পের জন্য নেওয়া জমিতে শুধু শিল্পই করতে হবে,জমি বিক্রি করে দেওয়া যাবে না।নইলে জমি ফেরত দিতে হবে। এই দাবিতে জেলাশাসক মৌমিতা গোদারা বাসুর কাছে একটি ডেপুটেশন প্রদান করলেন শিবপুর জমি হারা কৃষক সংগ্রাম মঞ্চের সদস্যরা।
আরও পড়ুনঃ সীমানা ঘেরাকে কেন্দ্র করে বচসা,গুলিবিদ্ধ এক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584