নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লি প্রতি ৩ মাস অন্তর মিটার রিডিং ও বিল করার নামে বিদ্যুৎগ্রাহকের কাছ থেকে বেশি বেশি রাজস্ব আদায় করার ব্যবসা ফেঁদে বসে আছে।বিদ্যুতের বিলের হেরফের হয় বিদ্যুতভোগের ইউনিটের পরিমানের উপরে।
১০০ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটের দাম ৩ টাকা,১৫০ ইউনিট পর্যন্ত রেট ৫ টাকা,২০০ ইউনিট পর্যন্ত ৭ টাকা।বিদ্যুতের ইউনিটের পরিমান বাড়লে প্রতি ইউনিটের দামও বেড়ে যায়।তিনমাস অন্তর মিটার রিডিং -এর জন্য একলপ্তে বিদ্যুতের পরিমান বেড়ে যাওয়ায় বিদ্যুতগ্রাহককে বেশী হারে অতিরিক্ত বিল পেমেন্ট করতে হয়।এটা এক প্রকার ঠকানোর সমান।
উদাহরন স্বরূপ কোন বিদ্যুতগ্রাহক যদি ৩ মাসে ২২৫ ইউনিট বিদ্যুতভোগ করে তাহলে বিদ্যুত কোম্পানি কে ৭ টাকা হারে দিতে হয় ২২৫ ইউনিটের জন্য ১৫৭৫ টাকা।প্রতি মাসে মিটার রিডিং হলে বিদ্যুতভোগের পরিমান হত ৭৫ ইউনিট।
আরও পড়ুনঃ সারা ভারত কৃষক সভা ও ক্ষেতমজুর সংগঠনের ডেপুটেশন কর্মসূচি
বিল দিতে হত প্রতি ইউনিট ৩ টাকা হারে ২২৫ টাকা।এইভাবে ৩ মাস বিল দিলে মোট বিল হত ৬৭৫ টাকা।প্রতি ৩ মাস অন্তর মিটার রিডিং ও বিল করার জন্য বিদ্যুৎগ্রাহককে অতিরিক্ত দিতে হচ্ছে ৯০০ টাকা।বিদ্যুৎ কোম্পানি এক প্রকার গ্রাহককে ঠকিয়েই চলেছে।
বিদ্যুতগ্রাহকদের এই অভিনব কৌশলে ঠকানো বন্ধ করতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির ডিভিশনাল ম্যানেজারকে স্মারকলিপি প্রদান করেছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।তিনি বলেন এই দাবিতে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584