শ্যামল রায়,কালনাঃ
অকাল বর্ষণে কালনা মহকুমার প্রতিটি ব্লকে আলু ও পেঁয়াজ চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।স্বাভাবিক কারণেই এই ঘটনায় চাষিদের প্রভূত ক্ষতি হওয়ায় মাথায় হাত পড়েছে তাদের।এই কারণেই চাষিদের পাশে দাঁড়াতে পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস নেতৃত্ব কালনা মহকুমাশাসককে বিভিন্ন দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয় শনিবার।
মহকুমাশাসকের দপ্তরে এইদিন উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি আভাষ ভট্টাচার্য,কার্যকরী সভাপতি কাশীনাথ গাঙ্গুলি,কালনা মহকুমা সভাপতি রবীন্দ্রনাথ মন্ডল সহ বিশিষ্টজনেরা।
এই বিষয়ে কালনা মহকুমা সভাপতি রবীন্দ্রনাথ মন্ডল বলেন,‘অকাল বৃষ্টির কারণে আলু ও পেঁয়াজ চাষে ব্যাপক ক্ষতি হয়েছে।
আরও পড়ুনঃ কমিশনের মাধ্যমে নিয়োগের দাবিতে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সংগ্ৰাম কমিটির ডেপুটেশন
বেশীরভাগ চাষেই চাষিরা লোন নিয়ে চাষ করেন।স্বাভাবিক কারণেই তাদের চড়া সুদ দিতে হয়।তার উপর ফসল নষ্ট হওয়ায় তাদের মাথায় হাত পড়েছে।তাই এইদিন আমরা কৃষিঋণ মুকুব,তাদের আর্থিকভাবে সাহায্য করা,সঠিক মূল্যে ফসল কেনা ও কৃষকদের বিমার আওতায় নিয়ে আসার জন্য মহকুমাশাসকের কাছে আবেদন জানাই।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584