মনিরুল হক,কোচবিহারঃ
ফের সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটলো কোচবিহারের তুফানগঞ্জে।নির্বাচনের ফল প্রকাশের পর এ পর্যন্ত চারবার নিগৃহীত হলেন তুফানগঞ্জের সাংবাদিকরা।ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে শনিবার তুফানগঞ্জ থানায় স্বারকপত্র দিল তুফানগঞ্জ মহকুমা প্রেস ক্লাব।এইদিন লাগাতার সাংবাদিক নিগ্রহের ঘটনার নিন্দা করে তুফানগঞ্জ শহরে মিছিল করে সাংবাদিকরা।
শুক্রবার তুফানগঞ্জ পৌরসভায় একটি রাজনৈতিক দলের কর্মসূচীর সংবাদ সংগ্রহ করতে গেলে একটি দৈনিক পত্রিকা ও একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের দুজন সাংবাদিক হেনস্থার শিকার হন। তাঁদের ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে বের করে দেয় ওই রাজনৈতিক দলের কর্মীরা।
আরও পড়ুনঃ সাংবাদিকের বাড়িতে হামলা,প্রতিবাদে মিছিল স্মারক লিপি প্রেসক্লাবের
ঘটনার নিন্দা করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। তুফানগঞ্জ প্রেস ক্লাবের সম্পাদক রাজীব বসাক বলেন, “আমরা আক্রান্ত।গোটা জেলাতেই হেনস্থা ও আক্রমণের শিকার হচ্ছে সাংবাদিকরা।গত ২৩ মে ফলাফল ঘোষণার পর থেকেই তুফানগঞ্জে পালা করে সাংবাদিকদের নিগ্রহ করা হচ্ছে।তাই নিরাপত্তার দাবিতে আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি।” কয়েক দিন আগে কোচবিহারের মাথাভাঙাতেও খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের নিগ্রহের ঘটনা ঘটে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584