বালুরঘাট কলেজে এবিভিপি -এর ডেপুটেশনে জমা ঘিরে ধুন্ধুমার

0
41

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

deputation of abvp | newsfront.co
নিজস্ব চিত্র

স্লোগানে চলে অপমানজনক আর উগ্র আচরণ যুক্ত ভাষা।কখনও এবিভিপি-র চামড়া- গুটিয়ে দেব আমরা, তো কখনো বিজেপির চামড়া- গুটিয়ে দেব আমরা, আবার কখনও নরেন্দ্র মোদিকে আক্রমণ করে নরেন্দ্র মোদির চামড়া- গুটিয়ে দেব আমরা, টি.এম.সি.পি-র স্লোগান এর বিরুদ্ধে এবার পাল্টা স্লোগান দিল এ বি ভি পি।

এদিন বালুরঘাট কলেজের অধ্যক্ষের নিকট ডেপুটেশন দিল বিজেপির ছাত্র সংগঠন এ.বি.ভি.পি। বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অভিযোগ বালুরঘাট মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের মেয়াদ শেষ হওয়ার পরেও কলেজে ছাত্র সংসদের অফিস বন্ধ হয়নি।

এ.বি.ভি.পি-র বিস্ফোরক অভিযোগ বালুরঘাট কলেজের ছাত্র সংসদের ঘরে বসে মাদক দ্রব্য থেকে শুরু করে দূর্নীতি সহ অশালীন আচরণ চলছে।এই রকম একাধিক অভিযোগ নিয়ে এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য-সদস্যারা মিছিল করে বালুরঘাট মহাবিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদেরকে কলেজে ঢুকতে বাধা দেয়।

আরও পড়ুনঃ ফালাকাটা কলেজে এবিভিপির ডেপুটেশন

এরপর পুলিশি নিরাপত্তা বেষ্টনীতে প্রতিনিধি আকারে এ.বি.ভি.পি-র কয়েকজন সদস্য-সদস্যা বালুরঘাট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পঙ্কজ কুন্ডু-র কাছে ডেপুটেশন দেয়।অপরদিকে এ.বি.ভি.পি-র ডেপুটেশন চলাকালীন এদিন বালুরঘাট কলেজ চত্বরে বিক্ষোভ স্লোগান দেয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্য-সদস্যারা।

এ.বি.ভি.পি-র ডেপুটেশন কর্মসূচীকে ঘিরে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারনে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়ন ছিল বালুরঘাট কলেজ ক্যাম্পাসে।

প্রসঙ্গত, উল্লেখ যে বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর প্রথমে এস.এফ.আই এবং তারপর অপর এক বামপন্থী সংগঠন পি.এস.ইউ-র পাশাপাশি বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বালুরঘাট কলেজ ক্যাম্পাসে তাদের ইউনিটকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে।

এমনকি কলেজ চত্বরে শুধু ছাত্র সংগঠনের ইউনিট পুনঃপ্রতিষ্ঠা করাই নয়,এদিন বালুরঘাট কলেজের ছাত্র সংসদের একাধিক বিষয়ে অভিযোগ করে আন্দোলনে নেমেছে এ.বি.ভি.পি।

এদিন এ.বি.ভি.পি-র বালুরঘাট মহাবিদ্যালয় ইউনিট-এর প্রমুখ সঙ্গিতা চ্যাটার্জি ডেপুটেশন চলাকালীন তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ স্লোগান দেওয়া প্রসঙ্গে বলেন টি.এম.সি.পি বহিরাগত ছেলেদের নিয়ে এসে একটা বিশৃঙখল আচরণ সৃষ্টি করছে এবং কলেজের ছাত্র ছাত্রীদের উস্কাচ্ছে ঝামেলা সৃষ্টি করার জন্য।

সেই সঙ্গে তিনি বালুরঘাট কলেজের গেটে লাগানো এ.বি.ভি.পি-র পতাকা রাতের অন্ধকারে খুলে ফেলার অভিযোগ করেছেন টি.এম.সি.পি-র বিরুদ্ধে।

অপরদিকে টি.এম.সি.পি বালুরঘাট কলেজ ইউনিট কমিটির সভাপতি রোহন চক্রবর্তী-র পাল্টা যুক্তি গতকাল প্রয়াত মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়-এর জন্মদিবসের অঙ্গ হিসাবে মঙ্গলবার বালুরঘাট কলেজে তাদের একটি অনুষ্ঠান ছিল এবং সেই কারনে তারা একত্রিত হয়েছিল কিন্তু এ.বি.ভি.পি কলেজে ঢুকে ঝামেলা করার চেষ্টা করেছিল।

এদিন টি.এম.সি.পি-র বালুরঘাট কলেজ ইউনিট-এর সভাপতি রোহন চক্রবর্তী এ.বি.ভি.পি-কে কটাক্ষ করে বলেন দুই চারটা ছাত্র নিয়ে আর দুই চারটা কাকু গোছের মার্কা লোকেদের নিয়ে আর যাই হোক কলেজ দখল করা দিবাস্বপ্নের সামিল, ও সমস্ত হবে না।

ডেপুটেশন শেষে এদিন এ.বি.ভি.পি-র সদস্য-সদস্যারাও টি.এম.সি.পি-র বিরুদ্ধে টি.এম.সি.পি-র চামড়া-গুটিয়ে নেব আমরা স্লোগান দেয়।দুটি ছাত্র সংগঠনের স্লোগান ঘিরেই বালুরঘাট শহরের সংস্কৃতি চেতনা সম্পন্ন বেশ কিছু মানুষ এদিন প্রশ্ন তোলার পাশাপাশি অভিমত ব্যক্ত করে জানিয়েছেন কোন ছাত্র সংগঠনেরই এরকম ভাষায় স্লোগান দেওয়া উচিৎ নয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here