মাদারিহাট গ্রাম পঞ্চায়েতে প্রতিনিধি মূলক ডেপুটেশন দিল বিজেপি

0
50

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

the deputation of bjp at madarihat
নিজস্ব চিত্র

সোমবার বিভিন্ন দাবির ভিত্তিতে মাদারিহাট বীরপাড়া ব্লকের মাদারিহাট গ্রাম পঞ্চায়েতে প্রতিনিধি মুলক ডেপুটেশন দিল ১৮ নং মন্ডল বিজেপি।

the deputation of bjp at madarihat
বিজেপি কর্মী সমর্থক ।নিজস্ব চিত্র

এদিন ডেপুটেশনে গত ২৭/২/১৯ তারিখে হওয়া টেন্ডারে কি কি কাজ হয়েছে তা জানতে চাওয়া হয়েছে।এছাড়া একশ দিনের কাজের হিসাব, পঞ্চায়েত সদস্যদের প্রাপ্য সরকারি কাজ থেকে বঞ্চিত না করা,স্থানীয় ঠিকাদারদের কাজের সুযোগ দেওয়া ইত্যাদি দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধানের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ তৃণমূল-বিজেপির নির্বাচনী সভা ঘিরে উত্তপ্ত ঝাড়গ্রাম,মারধর, ভাঙচুর,জ্বলল আগুন

the deputation of bjp at madarihat
নিজস্ব চিত্র

১৮ নং মণ্ডলের সভাপতি লক্ষ্মী নাথ রায় বলেন, “গ্রাম পঞ্চায়েতটি দীর্ঘ দিন ধরে অনিয়মের মধ্য দিয়ে চলছে।সরকারি নিয়ম মেনে চলার জন্য ডেপুটেশন দেওয়া হল।”

সংশ্লিস্ট গ্রাম পঞ্চায়েত প্রধান মামুনি বসুমাতা শৈব বলেন, “কোন অনিয়ম নেই।সব কিছু নিয়ম মেনেই চলছে।” রাজ্য জুড়ে প্রধান বিরোধী দল হিসেবে মাথা চাড়া দিচ্ছে বিজেপি।শাসক দলের বিরুদ্ধে বেশ কিছু জায়গায় তারা সোচ্চার হয়েছে।তবে এতে রাজ্যের শাসক দলের ভাবমূর্তিকে কতখানি প্রভাবিত করতে পারবে তা সময় বলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here