নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বেশ কিছুদিন আগে এনআরএস কান্ডকে ঘিরে এক সপ্তাহব্যাপী চলা রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের কর্মবিরতি -আন্দোলন চলছিলো।এর ফলে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে রোগী থেকে রোগীর পরিবার পরিজনদের।
তার পর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তার প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করা হয়।ডাক্তারদের এই আন্দোলনের ফলে সরকারি হাসপাতালে চিকিৎসক-নার্সের ঘাটতি তথা পরিকাঠামোর প্রভূত অভাবের বিষয়টি জনসমক্ষে এসেছে।
অন্য দিকে রাজ্যে হাসপাতাল গুলিতে ডাক্তারদের উপর আক্রমণের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।কিন্তু সরকারি আধিকারিক,প্রশাসন নির্বিকার অবস্থান নিয়ে চলছে।হাসপাতালে যেকোন রোগী-মৃত্যুর ঘটনা ঘটলেই কর্তব্যরত ডাক্তারদের দিকে আঙুল তোলা হয়।
আরও পড়ুনঃ বিভীষনপুরে বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে ধুন্ধুমার
কিন্তু, ঘটনা হ’ল রোগির মৃত্যু হয় রোগ-ভোগে।দীর্ঘ ১৫ বছর মেডিকেল কলেজের ঘোষণা হলেও এখনও মেদিনীপুর মেডিকেলে জেলা-স্তরের সাধারণ মানের হাসপাতালের পরিষেবা প্রদান করা হয়।
সেই দিকটা লক্ষ্য করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা বেশ কয়েক দফা দাবি নিয়ে হাসপাতাল সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মূলত দাবিগুলি হল চিকিৎসা ক্ষেত্রে সরঞ্জাম এবং যন্ত্রের অভাব,হাসপাতালে যেসব শূন্য পদগুলি রয়েছে সেই সব জায়গায় লোক নিয়োগ করতে হবে,সুপার স্পেশালিটি বিভাগ নেই,এই সব একগুচ্ছ দাবি নিয়ে এদিন হাসপাতাল সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584