দীর্ঘ স্কুল ছুটির প্রতিবাদে ডিএসও-এর মুর্শিদাবাদ জেলা কমিটির ডেপুটেশন

0
154

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

the deportation of murshidabad for long days school holiday
নিজস্ব চিত্র

গরমে টানা দু’মাস স্কুল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলো অল ইন্ডিয়া ডিএসও।এই শিক্ষা স্বার্থ ছাত্র স্বার্থ বিরোধী বলে দাবি করে এদিন প্রতিবাদে মুখর হয় ডিএসও।

the deportation of murshidabad for long days school holiday
ডিআই -এর নিকট ডেপুটেসন জমা দেওয়া হচ্ছে। নিজস্ব চিত্র
the deportation of murshidabad for long days school holiday
নিজস্ব চিত্র

সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এবং সমস্ত ঋতুতে ক্লাস নেওয়ার মতো উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার দাবিতে প্রতিবাদী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও-এর মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে জেলা সভাপতি মোসারফ হোসেনের নেতৃত্বে জেলা পর্যবেক্ষক (ডিআই)-এর কাছে ডেপুটেশন দেওয়া হলো।

আরও পড়ুনঃ বিদ্যালয়ে দু’মাসের ছুটির বিরুদ্ধে বিজেপি শিক্ষক সংগঠন ও ডিএসও-র বিক্ষোভ

সংগঠনের জেলা কোষাধ্যক্ষ সুরজিৎ দাস জানান, “এই স্কুল ছুটি রেখে আসলে সরকার চাইছে সরকারি স্কুলের প্রতি সাধারণ মানুষের অনিহা সৃষ্টি করতে,যাতে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভাবে চলে যায় বেসরকারি মালিকদের হাতে।আমরা চাই স্কুল চালু হোক এবং গরমের নির্দিষ্ট ছুটি হোক যেমন হয়েছে বিগত দিন গুলিতে।এই দাবিতে আজ আমরা ডিআই- এর কাছে স্মারকলিপি প্রদান করলাম।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here