সুদীপ পাল,বর্ধমানঃ
ভোটারদের সাথে ভোটারদের মতো করে মিশিয়ে হবে সেই নির্দেশ মেনে বর্ধমান ২নং ব্লকের হাটগোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের কাদগাছা গ্রামে বারোয়ারি তলায় আট চালার নীচে চাটাই বৈঠক করলেন বিধায়ক নিশীথ মালিক। বর্ধমান দুর্গাপুর-লোকসভা কেন্দ্রের প্রার্থী মমতাজ সংঘমিতা। গতবারও তিনি এখান থেকে প্রার্থী হয়েছিলেন এবং ব্যাপক ভোটে জয়লাভ করেছিলেন।
আরও পড়ুনঃ এলাকার তৃণমূল নেতাদের নিয়ে মন্ত্রীর বিশেষ বৈঠক
তিনি বলছেন, তাঁর সাথে কারোর বিরোধ নেই। তাঁর লক্ষ্য আগের থেকে বেশি মার্জিনে ভোটে জেতা। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সমস্ত বিধায়কদের নির্দেশ দিয়েছেন যে, জোরদার প্রচার করা এবং মানুষের সাথে মানুষের মতন করে মেশার কথা। সেই মতো নিশীথবাবু চাটাই বৈঠক করছেন। তৃণমূলের নানা উন্নয়নের কথা তুলে ধরে সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করার আহ্বান জানাচ্ছেন বিধায়ক।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584