সিএএ বিরোধী বিক্ষোভে বিচ্ছিন্ন যোগাযোগ, পেট্রোল পাম্পে ভিড় বহরমপুরে

0
31

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

দু-দিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদ জেলা। কোথাও জ্বলছে বাস কোথাও ট্রেন। রাস্তায় চলছে অগণিত মানুষের বিক্ষোভ, স্তব্ধ জনজীবন।

disconnect communication for anti caa protest rally | newsfront.co
পেট্রোলের কিনতে ভিড়। নিজস্ব চিত্র

প্রশাসনের তৎপরতায় কিছুটাও হলেও সামাল দেওয়া গেলেও মানুষের মনে ভয়ের সঞ্চার হয়েছে যে এ পরিস্থিতি কতদিন চলবে এই জেলায় কারণ ট্রেন পুরোপুরি স্তব্ধ।

বাস যেখনে ৬০০ টি চলে ১১ টি রুটে নিত্যদিন সেখানে খুব বেশী হলে ৫০ টি, তাও সব কটি রুটে নয়। চিন্তার ভাঁজ কপালে সকলেরই।

আরও পড়ুনঃ সিএএ বিরোধী মশাল মিছিল তৃণমূলের দিনহাটায়

petrol pump | newsfront.co
নিজস্ব চিত্র

এদিকে ইন্টারনেট পরিষেবাও বন্ধ। এর মধ্যে যদি আবার পেট্রোলের গাড়ী না ঢোকে তবে আরও নাজেহাল পরিস্থিতি হয়ে দাঁড়াবে। তাই সারাদিনব্যাপী লক্ষাধিক মানুষের ভিড় লক্ষ্য করা গেল শহরের সবকটি পেট্রোল পাম্পে।

দীর্ঘক্ষণ লম্বা লাইনে প্রতীক্ষা করে গাড়ীতে তেল ভরছেন সকলে। পাম্পে যদিও ২০০ টাকার উর্দ্ধে কাউকেই দেওয়া হচ্ছে না পেট্রোল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here