নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

খুশির ঈদের আগে নতুন পোশাক পেয়ে হাসি ফুটলো দেলুয়া গ্রামের রাজিয়া সুলতানা,মুস্তারি বিবি,সেখ মুস্তাক,রুকসানা খাতুন,সেক সোনু সহ অন্যান্যদের মুখে।পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা ‘দুঃস্থের ছায়া’র মানবিক প্রচেষ্টায় পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে রবিবার মেদিনীপুর সদর ব্লকের দেলুয়া গ্রামে দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো।

সংস্থার সকল সদস্যর ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় ৪৫০ জন অসহায় দুস্থ পুরুষ, মহিলা ও শিশুদের হাতে শাড়ি, লুঙ্গি, জামা ইত্যাদি পোশাক তুলে দেওয়া হয়।

এই সংস্থার অন্যতম কো-অর্ডিনেটর ওয়াসিম আহমেদ সহ মহম্মদ ইমরান,হাসিবুল মোল্লা, প্রসেনজিৎ ঘোষ,উপাসনা গুরুং,শেখ রাকিব, সাব্বির চৌধুরী,দেবলীনা দাস প্রমুখ স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে দুঃস্থ দের হাতে বস্ত্র তুলে দেন।
আরও পড়ুনঃ প্রতিবেশী সংস্থার উদ্যোগে গরীব মানুষদের খাবার ও জল বিতরণ
উল্লেখ্য দুঃস্থ অসহায় মানুষের ছায়া হিসেবে কাজ করার জন্য ২০১৯ এর জানুয়ারিতে জনা কয়েক সদস্য নিয়ে “দুস্থের ছায়া”নামক সামাজিক সংস্থা প্রতিষ্ঠিত হয়। পরে সোশ্যাল মিডিয়ায় যোগসত্রে সামাজিক সংস্থার সদস্য বৃদ্ধি পায়। এই সংস্থা কাজ শুরুর প্রথম দিকে নেপুরা বৃদ্ধাশ্রমে পোশাক ,ফলমূল বিতরণের মধ্য দিয়ে তাদের সামাজিক দায়বদ্ধতা মূলক কাজ শুরু করেছিল।
ফেসবুক ও হোয়াটসঅ্যাপে নিরন্তর যোগাযোগ চালানোর ফলে বিভিন্ন ব্যক্তি ফোন পে ,গুগল পে ও পেটিম এর মাধ্যমে আর্থিক সাহায্য করতে এগিয়ে এসেছেন।এমনকি সুদূর উত্তরবঙ্গর বিভিন্ন জেলা থেকেও সাহায্য এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584